শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ , ২১ রমজান ১৪৪৬

সাহিত্য

কবি আহসান হাবীবের মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক ১০ জুলাই , ২০২৪, ১০:৫০:৫১

147
  • ছবি : সংগৃহীত

ঢাকা: তার কবিতায় মধ্যবিত্তের সংকট ও জীবনযন্ত্রণা গভীরভাবে ফুটে উঠেছে। সামাজিক বাস্তবতা, মধ্যবিত্ত শ্রেণির সংগ্রামী চেতনা এবং সমকালীন যুগ যন্ত্রণা তার কবিতায় শিল্পসম্মতভাবে পরিস্ফুটিত হয়েছে।

কবি আহসান হাবীব বাংলাদেশের একজন অগ্রগণ্য কবি। তিনি আধুনিক কাব্যধারার কবি ছিলেন। ভাষা ও প্রকাশ ভঙ্গিতে আহসান হাবীবের কবিতা ও সাহিত্যে রয়েছে নাগরিক মননের ছাপ।

১৯৪৭ সালে তার প্রথম কবিতার বই ‘রাত্রি শেষ’ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থ, বড়দের উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতার বই সব মিলিয়ে আহসান হাবীবের বইয়ের সংখ্যা ২৫টি।

তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে ছায়া হরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশার বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দুই হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫) ইত্যাদি উল্লেখযোগ্য।

কবি আহসান হাবীব তার সাহিত্য ও সাংবাদিক জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তম্মধ্যে ইউনেস্কো সাহিত্য পুরস্কার ও একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮), স্বাধীনতা দিবস পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার অন্যতম।

কবি আহসান হাবীব ৪০ দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত। ১৯৮৫ সালের ১০ জুলাই আহসান হাবীব মৃত্যুবরণ করেন। কবি পুত্র মঈনুল আহসান সাবের একজন স্বনামখ্যাত বাংলা ঔপন্যাসিক।

 

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন