মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

সাহিত্য

কবি নরেন্দ্র দেবের আজ জন্মদিন

নিউজজি ডেস্ক ৭ জুলাই , ২০২৪, ১১:১৩:৪৪

233
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কবি নরেন্দ্র দেবের আজ জন্মদিন। ১৮৮৮ সালের ৭ জুলাই কলকাতায় তিনি  জন্মগ্রহণ করেন। পিতার নাম নগেন্দ্রচন্দ্র দেব। নরেন্দ্র দেব কবি, ঔপন্যাসিক, ভ্রমণ কাহিনি রচয়িতা ও অনুবাদক ছিলেন। তার অন্যতম লেখনিগুলি হলো, বোঝাপড়া (১৯২০), যাদুঘর (১৯৩০), আকাশ কুসুম (১৯৩৭) প্রভৃতি।

বসুধারা (১৯২৮) তার কাব্যগ্রন্থ। ওমর খৈয়াম (১৯২৬) এবং মেঘদূত (১৯২৯) অনুবাদের জন্য তিনি বাংলা সাহিত্যে বিশেষভাবে স্মরণীয়।

তিনি কিছুকাল ‘পাঠাশালা’ পত্রিকা সম্পাদনা করেন। এছাড়া স্ত্রী রাধারাণী দেবীর সহায়তায় প্রকাশক এনসি সরকার অ্যান্ড সন্সের তরফে আধুনিক যুগের বাংলা কবিতার সংকলন ‘কাব্য দীপালী’ সম্পাদনা করেন।

১৯৭১ সালের ১৯ এপ্রিল কবি নরেন্দ্র দেব মৃত্যুবরণ করেন। সূত্র: ইন্টারনেট।

 

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন