শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

সাহিত্য

ইংরেজি সাহিত্যের রহস্যময় ব্যক্তি ক্রিস্টোফার মার্লো

নিউজজি ডেস্ক ৩০ মে , ২০২৪, ১২:১৩:৩৮

91
  • ইংরেজি সাহিত্যের রহস্যময় ব্যক্তি ক্রিস্টোফার মার্লো

ঢাকা: ডক্টর ফস্টাস-এর লেখক ক্রিস্টোফার মার্লো ইংরেজি সাহিত্যের অন্যতম রহস্যময় ব্যক্তি। ক্রিস্টোফার মার্লো (২৬ জানুয়ারি, ১৫৬৪ – ৩০ মে, ১৫৯৩) ছিলেন এলিজাবেথীয় যুগের একজন ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক। এলিজাবেথান ধারায় ট্রাজেডি রচনায় তিনি এবং উইলিয়াম শেকসপিয়র ছিলেন উল্লেখযোগ্য। তিনি প্রবল ভাবে উইলিয়াম শেকসপিয়কে প্রভাবিত করেছিলেন।

মার্লোর রহস্যময় অকালমৃত্যুর পর শেকসপিয়র এলিজাবেথীয় থিয়েটারে তার আসনটি গ্রহণ করেন। মার্লোর নাটকের বৈশিষ্ট্য হল অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার ও অতি-আত্মবিশ্বাসী নায়কে চরিত্রায়ন।

'ডিডো, কুইন অব কার্থেজ’ তাঁর প্রথম নাটক, প্রকাশিত হয় ১৫৯৪ সালে। তার অন্যান্য নাটকের মধ্যে "দি জিউ অব মাল্টা", "এডওয়ার্ড দি সেকেন্ড" উল্লেখযোগ্য। সব চেয়ে উল্লেখযোগ্য রচনা "দ্য ট্রাজিক্যাল হিস্টরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এছাড়া "দি প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ" এবং "হিরো অ্যান্ড লিডার" মার্লো রচিত দুটি বিখ্যাত কবিতা।

ক্রিস্টোফার মার্লো মাত্র ২৯ বছর বেঁচেছিলেন। ১৫৯৩ সালের ১৮ মে মার্লোকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট জারি করা হয়। ধারণা করা হয়, নাস্তিকতার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর অল্প ক’দিন পরে ১৫৯৩ সালের ৩০ মে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন