শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য

কবি বিষ্ণুদের প্রয়াণ দিবস আজ

নিউজজি ডেস্ক ৩ ডিসেম্বর , ২০২২, ১১:৪১:৪০

123
  • কবি বিষ্ণুদের প্রয়াণ দিবস আজ

ঢাকা : কবি, প্রাবন্ধিক বিষ্ণু দের জন্ম ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায়। পিতা অবিনাশ চন্দ্র দে ছিলেন একজন অ্যাটর্নি। তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউট ও সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। পরে বঙ্গবাসী কলেজ, সেন্ট পল্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৩৫ সালে তিনি রিপন কলেজে যোগদান করেন।

১৯২৩ সালে ‘কল্লোল’ পত্রিকা প্রকাশের মাধ্যমে যে সাহিত্য আন্দোলনের সূচনা হয়েছিল, বিষ্ণু দে তার একজন দিশারি। ১৯৩০ সালে কল্লোলের প্রকাশনা বন্ধ হলে তিনি সুধীন্দ্রনাথ দত্তের ‘পরিচয়’ পত্রিকায় যোগদান করেন। ১৯৪৮ সালে চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের সহায়তায় তিনি সাহিত্যপত্র প্রকাশ করেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে- ছড়ানো এই জীবন (আত্মজীবনী), উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, পূর্বলেখ, রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সন্দ্বীপের চর, অন্বীষ্টা, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্য আধুনিকতার সমস্যা, ইন দ্য সান অ্যান্ড দ্য রেন, উত্তরে থাকে মৌন, সেকাল থেকে একাল, আমার হৃদয়ে বাঁচো, স্মৃতিসত্তা ভবিষ্যৎ। তিনি ১৯৮২ সালের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন