বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ , ১৮ রমজান ১৪৪৫

সাহিত্য

নীরদ সি চৌধুরীর জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ২৩ নভেম্বর , ২০২১, ১১:৩১:৫৫

235
  • নীরদ সি চৌধুরীর জন্মদিন আজ

ঢাকা : অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী। তিনি ১৮৯৭ সালের ২৩ নভেম্বর বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১ আগস্ট যুক্তরাজ্যের অক্সফোর্ডে মৃত্যুবরণ করেন। তিনি ‘নীরদ সি চৌধুরী’ নামে পরিচিত।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপনের পর সরকারি চাকুরিজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। অতঃপর বেতার ঘোষক এবং রাজনৈতিক ভাষ্যকার হিসেবে আকাশবাণীতে (All India Radio) কাজ করার জন্য ১৯৪২ সালে দিল্লি যান। নেতাজী সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহচর নীরদচন্দ্র কলকাতায় থাকাকালে কিছুদিন শরৎচন্দ্র বসুর সচিব হিসেবেও কাজ করেন।

১৯৫১ সালে প্রথম গ্রন্থ দি অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান প্রকাশ করেন, যা তাকে সর্বাধিক খ্যাতি এনে দেয়। ১৯৭০ সাল থেকে ইংল্যান্ডের অক্সফোর্ডে স্থায়িভাবে বসবাস শুরু করেন।

নীরদ চৌধুরীর লেখা ছিল চমৎকার বর্ণনাধর্মী, পরিমিত ও যথাযথ। অটোবায়োগ্রাফির প্রথম কয়েকটি অধ্যায়ে তিনি উনিশ শতক থেকে বিশ শতকে পরিবর্তনকালে ব্রিটিশ শাসনাধীন গ্রামবাংলায় কীভাবে বেড়ে উঠেছেন তার সাবলীল বর্ণনা দিয়েছেন। এটি মূলত তৎকালীন ভারতবর্ষের প্রথা, পারিবারিক কাঠামো, বর্ণপ্রথাা, হিন্দু-মুসলিম এবং ভারতীয় ও ব্রিটিশদের মধ্যকার সম্পর্কের একটি জীবন্ত ও অন্তর্বিশ্লেষণমূলক বর্ণনা।

নীরদ চৌধুরী নব্বই বছর বয়সে 'দাই হ্যান্ড গ্রেট অ্যানার্ক' শিরোনামে তার দ্বিতীয় আত্মজীবনী রচনা করেন। ১৯৯৭ সালে 'থ্রি হর্সমেন অব দি নিউ অ্যাপক্যালিপস' শিরোনামে তার সর্বশেষ প্রবন্ধগ্রন্থ রচনা করেন। নীরদ চৌধুরী ১৯৬৮ সালে 'বাঙ্গালী জীবনে রমণী' শিরোনামে তার প্রথম বাংলা বই প্রকাশ করেন।

ডাফ কুপার মেমোরিয়াল পুরস্কার (১৯৫৬), আনন্দ পুরস্কার (১৯৮৯), বিদ্যাসাগর পুরস্কার (১৯৯৭) ইত্যাদিসহ নীরদচন্দ্র চৌধুরী অসংখ্য পুরস্কার পেয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ১৯৮৯ সালে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। 

নীরদচন্দ্রের মৃত্যুর পর তার পুত্র তার সমুদয় পুস্তক ও চিত্রকর্ম ক্যালকাটা ক্লাবকে দান করেন। ক্লাব উক্ত দ্রব্যাদি দিয়ে ‘নীরদ চৌধুরী কর্নার’ স্থাপনের মাধ্যমে তার প্রতি মরণোত্তর সম্মান প্রদর্শন করে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন