শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

সাহিত্য

করোনায় প্রাণ গেল বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেবের

নিউজজি ডেস্ক ২৮ এপ্রিল , ২০২১, ১৭:৪৬:৫৮

421
  • ছবি : ইন্টারনেট থেকে

ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন কলকাতার বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব। তার বয়স হয়েছিল ৭০ বছর। বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞানবিষয়ক লেখক ছিলেন তিনি। এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ।

আনন্দবাজার পত্রিকার খবর, করোনায় আক্রান্ত হওয়ার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব।

আনন্দবাজারকে প্রয়াতের মেয়ে মোনালিসা দেব বলেন, ‘বাবার অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল। চিকিৎসকেরা বলেন প্লাজমা দিলে হয়তো অবস্থার কিছুটা উন্নতি হবে। আমরা প্লাজমা জোগাড়ও করে ফেলি। কিন্তু মঙ্গলবার রাতেই বাবার অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয়। তার পরেই বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বুধবার সকালে খবর পাই বাবার মৃত্যু হয়েছে।’

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন অনীশ দেব। পাশাপাশি তার কলমও কখনও থামেনি। গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞানবিষয়ক সাহিত্য ও ভূতের গল্প লিখতেন বর্ষীয়ান এ সাহিত্যিক।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন