রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

বিদেশ

মিশরে দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

নিউজজি ডেস্ক ৬ জুলাই , ২০২৫, ১৬:৩০:৪৫

54
  • মিশরে দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

ঢাকা: মিসরে দুইটি যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (৫ জুলাই) মিসরের মেনুফিয়া প্রদেশে কায়রোর কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, রাজধানী কায়রোকে আলেকজান্দ্রিয়া মরুভূমি সড়কের সঙ্গে সংযুক্ত করা রিজিওনাল রিং রোডে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং আহত হন আরও ১১ জন। খবর গালফ নিউজের।

৩৫০ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজ চলছে। দুই লেনের পরিবর্তে বর্তমানে একটি লেনে যানবাহন চলাচল করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত মাসেও সড়কটিতে দুর্ঘটনার কবলে পড়ে ২৬ জনের প্রাণহানি হয়। একের পর এক দুর্ঘটনার কারণে সড়কটির নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে দেশজুড়ে।

নিউজজি/পিএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন