বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

বিদেশ

ভারতের আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

নিউজজি ডেস্ক ১৬ মে , ২০২৫, ১০:০৫:১৯

82
  • ইন্টারনেট

ঢাকা: ভারতের আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে কাশ্মীরে সংঘাতের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে।

এ নিয়ে মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান।

এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবর প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ৬ ও ৭ মে রাতে কাশ্মীরের পামপুর এলাকায় পাকিস্তান বিমান বাহিনী এই অভিযান চালায়। ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি ভারতের মিরাজ ২০০০। ঘটনাটি সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।

প্রধানমন্ত্রী শাহবাজ বৃহস্পতিবার কামরায় বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে বলেন, ‘এই সফল অভিযান প্রমাণ করে যে আমাদের বিমান বাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং মাটি, আকাশ ও সীমান্ত রক্ষায় তারা সম্পূর্ণ দক্ষ।’

সেখানে তিনি পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সাথে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে বিশেষ বার্তা দেন।

শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আমাদের বাহিনী সংযম ও কৌশল দেখিয়ে সময়োপযোগী প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের জবাব শত্রুর সামরিক কাঠামোতে বড় ধাক্কা দিয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কখনো পিছপা হব না।’

তিনি বলেন, ‘সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী একযোগে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করছে। সেনাপ্রধানের সাহসী নেতৃত্বে তারা আবারও প্রমাণ করেছে, পাকিস্তানের নিরাপত্তা কারো ইচ্ছামতো ভাঙা যাবে না।’

তিনি আরো বলেন, ‘জাতি ও সরকার একসাথে প্রতিজ্ঞাবদ্ধ- দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় আমরা প্রস্তুত। আগ্রাসন হলে তার কঠোর জবাব দেয়া হবে।’

নিউজজি/পিএ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন