মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

বিদেশ

নির্বাচনের ফল নিয়ে যা বললেন অরবিন্দ কেজরিওয়াল

নিউজজি ডেস্ক ৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১৭:৫৬:১৫

77
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: রাজনীতিতে কোনো লাভের উদ্দেশ্য নিয়ে আসেননি বলে জানিয়েছেন আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে ভরাডুবির পর মানুষের রায় মাথা পেতে নিচ্ছেন বলেও জানান তিনি। একইসঙ্গে আগামী দিনে দিল্লিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানান দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী। এসময় দলের কর্মীদের পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন।

বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেছেন, ‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব।’

দিল্লিতে এএপির কর্মকাণ্ড বিশ্লেষণ করে তিনি বলেন, ‘গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, জল— সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। দেশের রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।’

কেজরিওয়ালকে নিয়ে ‘গুরু’ আন্না হাজারের আক্ষেপ!

মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন জানিয়ে সাবেক মুখ্যমন্ত্রী বলেন, ‘সমাজসেবা এবং মানুষের হিতার্থে আমরা কাজ চালিয়ে যাব। মানুষের সুখ-দুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনো লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হলো মানুষের জন্য কাজ করার মাধ্যম। সেই কাজ আমরা করে যাব। দলের সব কর্মীকে অভিনন্দন এবং ধন্যবাদ। ওরা এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছেন।’

এদিকে, নিজে জিতলেও দলের হার স্বীকার করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। কালকাজি কেন্দ্রে জয়ের পর তিনি বলেন, ‘মানুষের রায় আমরা মেনে নিচ্ছি। আমি জিতেছি, কিন্তু এটা জয় উদযাপনের সময় নয়। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লিতে প্রথম ক্ষমতায় এসেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। পর পর তিন বার রাজধানীর মুখ্যমন্ত্রী হয়েছেন (প্রথম বার ৪৮ দিনের জন্য) কেজরিওয়াল। সর্বশেষ মেয়াদে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘ দিন তিনি কারাগারে ছিলেন। কিন্তু তখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। পরে আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী হন আতিশী মার্লেনা। তবে এবারের নির্বাচনে ফের ক্ষমতায় গেলে কেজরিওয়ালই হতেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষমেশ বিজেপির কাছে পরাজিত হয়েছে এএপি।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন