সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

বিদেশ

গাজায় মাথায় ক্রেন পড়ে ২ ইসরাইলি সেনা নিহত

নিউজজি ডেস্ক ৬ ফেব্রুয়ারি , ২০২৫, ১৬:৪৭:৩০

88
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাথায় ক্রেন ভেঙে পড়ে দখলদার ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত এক সেনার নাম নাদাভ কোহেন । অপরজন  নাখমান রাফায়েল বেন আমি।

আইডিএফ প্রাথমিক তদন্তে জানিয়েছে, গাজায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে একটি ক্রেন ভেঙে সেনাদের ওপর পড়ে। এরপর এই হতাহতের ঘটনা ঘটে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় গাজায় প্রবেশ করে হাজার হাজার সেনা। দীর্ঘ ১৫ মাস গাজায় বর্বরতায় অংশ নেয় তারা। এছাড়া বিমান হামলাও অব্যাহত রাখে দখলদাররা। এতে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাজার হাজার মানুষকে হত্যার পর গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। এরপর গাজার বাস্তুচ্যুত সাধারণ মানুষ তাদের বাড়িঘরে ফেরা শুরু করেন।

কিন্তু এরমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে দখলের হুমকি দেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিটি টিকবে কি না এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এরপর গাজায় নতুন করে উত্তেজনা ও যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে আরব দেশগুলো জানিয়েছে, তারা গাজার সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি মেনে নেবে না।

সূত্র:টাইমস অব ইসরায়েল

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন