মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

বিদেশ

ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা মাহামা আনুষ্ঠানিক ভাবে জয়ী

নিউজজি ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৪, ১২:২১:০৫

68
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা জন মাহামা সোমবার আনুষ্ঠানিক ভাবে জয়ী হয়েছেন। ভোটাররা সরকারকে অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ের পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়ার পক্ষে ভোট দেযায় ক্ষমতাসীন দলের প্রার্থী সহজেই পরাজিত হয়েছেন। আকরা থেকে এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট নির্বাচনে শনিবারের ক্ষমতাসীন দলের প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া ৪১ শতাংশ ভোট পেয়েছেন। মাহামা পেছেন ৫৬ শতাংশ ভোট।

এর ফলে প্রেসিডেন্ট নানা আকুফো-আডোর অধীনে নিউ প্যাট্রিয়টিক পার্টির (এনপিপি) আট বছরের ক্ষমতায় অবসান হলো। যার শেষ মেয়াদটি ঘানার বছরের সবচেয়ে খারাপ অর্থনৈতিক অশান্তি, আইএমএ বেলআউট এবং ঋণ খেলাপি দ্বারা চিহ্নিত হয়েছিল।

মাহামা আকরাতে তার পার্টি অফিসে হর্ন এবং শিস বাজিয়ে সমবেত সমর্থকদের বলেন, এই আট বছর আমাদের শাসনের কিছু অন্ধকার সময়ের সাক্ষী হয়েছে।

একজন প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংকার বাউমিয়া ইতোমধ্যেই রোববার পরাজয় স্বীকার করে বলেছেন, সরকার ব্যাপক হতাশা ঝেড়ে ফেলতে ব্যর্থ হওয়ার পরে ঘানাবাসীরা পরিবর্তন চেয়েছেন।

৬৬ বছর বয়সী মাহামা এর আগে দুবার প্রেসিডেন্ট পদ পেতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু শনিবারের নির্বাচনে তিনি ঘানাবাসীদের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হন। -বাসস

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন