বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

বিদেশ

প্রথম সফরে বেইজিং গেলেন নেপালের প্রধানমন্ত্রী

নিউজজি ডেস্ক ৪ ডিসেম্বর , ২০২৪, ১৭:২১:০৩

89
  • ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথম সফরে দিল্লিকে এড়িয়ে বেইজিং গিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মূলত ভারতের প্রভাববলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছেন প্রবীণ এই কমিউনিস্ট নেতা।

চার দিনের সফরে সোমবার (০২ ডিসেম্বর) চীন সফরে গেছেন অলি। জুলাইয়ে শপথ গ্রহণের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। অতীতে নেপালের প্রধানমন্ত্রীরা দায়িত্ব গ্রহণের পর সাধারণত দিল্লিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক সফর করতেন। তবে এবার সেই রীতি ভেঙে দিলেন তিনি।

এদিকে নেপালের প্রধানমন্ত্রীর সফরকালে মঙ্গলবার নেপাল ও চীনের মধ্যে ৯টি চুক্তি সই হয়েছে। তবে এসব চুক্তির সবগুলোই আগের। অলির সফরে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি স্বাক্ষরের উদ্যোগের বিষয়ে কিছু জানা যায়নি।

এছাড়া মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন অলি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে চীনের প্রেসিডেন্ট নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তা করার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। তিনি নেপালকে ‘স্থলবেষ্টিত দেশ থেকে স্থল-সংযুক্ত’ দেশে রূপান্তর করার কথা বলেছেন। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নেপালের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট সি-র ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’–এ সই করেছে কাঠমান্ডু। বাকি বিশ্বের সঙ্গে চীনের অবকাঠামো ও বাণিজ্য সংযোগ গড়তে প্রেসিডেন্ট সি এই উদ্যোগ বলে জানা গেছে। ২০১৭ সালে ওই চুক্তি সই করলেও এখনো কোনো প্রকল্পের কার্যকর বাস্তবায়ন শুরু হয়নি বলে জানিয়েছে কাঠমান্ডু। ঐতিহ্যগতভাবে নেপাল দক্ষিণের প্রতিবেশী ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল। অলি এই প্রথা ভেঙে উত্তরের প্রতিবেশীর সঙ্গে তাঁর দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করে ইতিবাচক পরিবর্তন আনতে চান।

বর্তমানে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের দুই-তৃতীয়াংশই ভারতের সঙ্গে হয়। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র ১৪ শতাংশ হয় চীনের সঙ্গে। তবে নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, চীন নেপালকে ৩১ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে। দিল্লির তুলনায় যা তিন কোটি ডলার বেশি। সূত্র : রয়টার্স

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন