বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

বিদেশ

গাজাফেরত ৩০ ইসরায়েলি সেনার বিদেশ ভ্রমণ এড়াতে সতর্কবার্তা

নিউজজি ডেস্ক ৪ ডিসেম্বর , ২০২৪, ১৬:২০:২৪

85
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগ ঘিরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৩০ সেনাকে বিদেশ ভ্রমণ এড়াতে সতর্ক করা হয়েছে। ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করার পর এই সতর্কবার্তা দিয়েছে আইডিএফ। খবর টাইমস অব ইসরায়েলের।

এদের মধ্যে অন্তত আটজন সাইপ্রাস, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডসে ভ্রমণ করেন। তাদের ওই দেশগুলো থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কারণ সেখানে তাদের গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় ইয়েনেট।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, বর্তমানে সৈন্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেনি আইডিএফ। তবে গাজাফেরত সৈন্যদের বিদেশ ভ্রমণ অনুমোদনের আগে ঝুঁকি মূল্যায়ন করে দিচ্ছে আইডিএফ।

যুদ্ধ শুরুর পর থেকে সেনাদের গাজার ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করতে মানা করে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় গণহত্যার জেরে অন্য কোনো দেশে সম্ভাব্য অপরাধ তদন্ত এড়াতেই এই কৌশল ইসরায়েলের। তবে সেই আদেশ অমান্য করে ইসরায়েলি সেনারা তাদের ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ভিডিও ও ছবি পোস্ট করছেন। এর ফলে আন্তর্জাতিক আইনের আওতায় পড়তে পারেন তারা।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। তাদের হামলায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বারে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন