রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

বিদেশ

সিরিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে হামলা, নিহত ৪

নিউজজি ডেস্ক ২৯ নভেম্বর , ২০২৪, ১৬:২৬:৪২

72
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ার আলেপ্পো শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বিদ্রোহীদের গুলিতে দুই ছাত্রসহ অন্তত চারজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে এই খবর জানিয়েছে আল আরাবিয়া।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিরোধী যোদ্ধারা বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের এক ডজন শহর ও গ্রামে আক্রমণ শুরু করে। ওই অঞ্চলটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এর একদিন পরেই ছাত্রাবাসে এই হামলা হলো।

এদিকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিন রাশিয়ান এবং সিরিয়ার যুদ্ধবিমানগুলো তুরস্কের সীমান্তের কাছে বিরোধী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় ব্যাপক বোমাবর্ষণ করে। সিরিয়ার সেনাবাহিনী এবং বিরোধী সূত্র জানিয়েছে, বোমাবর্ষণের পর বিদ্রোহীরা পিছু হটে। ২০২০ সালের মার্চের পর এই হামলাটি সবচেয়ে বড় ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নিউজজি/আরএইচ

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন