রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

বিদেশ

মার্কিন ডলারের ‘মৃত্যু পরোয়ানা’ সই করেছে পশ্চিমারা: রাশিয়া

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৪, ১৮:৪০:৪১

59
  • ছবি : ইন্টারনেট

ঢাকা: পশ্চিমারা মার্কিন ডলারের 'মৃত্যু পরোয়ানা' সই করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো মার্কিন ডলারকে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অস্ত্রে পরিণত করে ‘মৃত্যু পরোয়ানা’ সই করেছে।

সোমবার (৪ নভেম্বর) মস্কোতে আন্তর্জাতিক বিজ্ঞান কল্পকাহিনী সিম্পোজিয়ামে ভাষণ দেওয়ার সময় ল্যাভরভ এ কথা বলেন।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক প্রতিযোগীদের দমন ও শাস্তি দেওয়ার অস্ত্রে পরিণত হয়েছে ডলার। সুতরাং সংক্ষেপে, তারা (পশ্চিমারা) বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা এবং আন্তর্জাতিক নিষ্পত্তির উপায় হিসেবে ডলারের জন্য একটি মৃত্যু পরোয়ানা লিখেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিশ্বায়নকে ধ্বংস করেছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, ন্যায্য প্রতিযোগিতা এবং সম্পত্তির অলঙ্ঘনীয়তাসহ অনেক নীতি পশ্চিমারা রাতারাতি ভুলে গেছে।

ল্যাভরভ বলেন, রাশিয়া পশ্চিমাদের সঙ্গে সংলাপ থেকে নিজেকে বিরত রাখছে না। তারাই হঠাৎ করে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, ইউরেশীয় মহাদেশের দেশগুলোকে অবশ্যই বাইরের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে। তাদের সমস্যাগুলো এমনভাবে সমাধান করতে হবে, যা একটি বহুমেরুর বিশ্ব গঠনে অবদান রাখে।

ল্যাভরভ বলেন, যদি তারা (পশ্চিমা দেশগুলো) পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ন্যায্য ভারসাম্যের নীতির ভিত্তিতে যোগাযোগ পুনরায় শুরু করতে এবং সম্পর্ক স্থাপনের জন্য যথেষ্ট পরিপক্ক হয়, তখন আমরা সিদ্ধান্ত বিবেচনা করবো। এটি পশ্চিমাদের কাছ থেকে পর্যায়ক্রমে যে আকাঙ্ক্ষার কথা শুনি, তার ভিত্তিতে নয়।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন