মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ , ৪ রবিউস সানি ১৪৪৬

বিদেশ

সাংহাইয়ের ওয়ালমার্টে ছুরিকাঘাতে হতাহত ১৮

নিউজজি ডেস্ক ১ অক্টোবর , ২০২৪, ১২:৫৭:১১

61
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: চীনের সাংহাইয়ে ওয়ালমার্টের একটি সুপার মার্কেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার রাতে শহরের দক্ষিণ-পশ্চিমে ঘনবসতিপূর্ণ জেলা সংজিয়াংয়ের ওয়ালমার্টে এই ঘটনা ঘটে। মার্কেটে ঢুকে আকস্মিক এক ব্যক্তি এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। ছুরিকাঘাতের পর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। আহত অন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনাস্থল থেকে লিন নামের ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে চীনা পুলিশ। ওই ব্যক্তি নিজের অর্থনৈতিক সংকটের জেরে রাগ প্রকাশ করতে এমনটা করেছে বলে ধারণা পুলিশের। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ওয়ালমার্টের ঘটনার পর মঙ্গলবার সুপার মার্কেট চালু থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানেও নেওয়া হয়েছে সতর্কতা।

আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও সাম্প্রতিক মাসগুলোতে চীনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। গত মাসে দক্ষিণ চীনে একটি স্কুলের কাছে ১০ ​​বছর বয়সী এক জাপানি ছাত্র ছুরিকাঘাতের একদিন পরে মারা যায়। এর আগে দেশটির জিলিন শহরের গত জুনে একটি পার্কে চার মার্কিন নাগরিক ছুরিকাঘাতের শিকার হন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন