রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

বিদেশ

গাজার ‘নিরাপদ এলাকা’য় হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

নিউজজি ডেস্ক ১৪ জুলাই , ২০২৪, ১৯:০৭:৫০

107
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গাজায় নিরাপদ ঘোষিত এলাকা আল-মাওয়াইসিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে, এই স্থানটিকে ইসরায়েল পূর্ব থেকেই ‘নিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করেছিল। খবর আনাদোলু এজেন্সির।

হামলার ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্বনেতাদের দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

আল মাওয়াইসিতে ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ মিসরও। তারা জানায়, যুদ্ধবিরতি আলোচনার মাঝে এমন বর্বরতা তৈরি করছে জটিলতা।

এদিকে, ইসরায়েলকে ‘শিশুহত্যাকারী বর্বর’ বলে আখ্যা দিয়েছে ইরান। আল মাওয়াইসিতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মুসলিম দেশগুলো।

উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) আল-মাওয়াইসির ওই এলাকাটিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বহর। এতে প্রাণহানি ঘটে অন্তত ৯০ জনের।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন