মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

বিদেশ

২৪ ঘণ্টার সফরে ইতালি যাচ্ছেন মোদি

নিউজজি ডেস্ক ১৩ জুন , ২০২৪, ১৩:১৭:২৯

114
  • ২৪ ঘণ্টার সফরে ইতালি যাচ্ছেন মোদি

ঢাকা: ২৪ ঘণ্টার সফরে ইতালি যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র। এই সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন মোদি।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার কথায়, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে। জি-৭ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার।

ভারতে গত বছর আয়োজিত জি-২০ সম্মেলনের সঙ্গে মোদির এই সফরকে সংযুক্ত করে কোয়াত্রা বলেন, গত বছর ভারতের নেতৃত্বে হওয়া জি-২০ সম্মেলনের ফলাফলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও পাবেন জি-৭ বৈঠকে, যে বিষয়গুলো বিশ্বের অনুন্নত এবং দরিদ্র রাষ্ট্রগুলোর জন্য খুবই জরুরি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন