বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

বিদেশ

আর্জেন্টিনায় অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ

নিউজজি ডেস্ক ১৩ জুন , ২০২৪, ১১:১৯:০১

68
  • আর্জেন্টিনায় অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটি। নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে হয়েছে ব্যাপক সংঘর্ষ। স্থানীয় সময় বুধবার (১২ জুন) রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভ দমাতে বিক্ষোভকারীদের ওপর ছড়ানো হয়েছে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে। ব্যবহার করা হয়েছে জলকামান।

সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে বিতর্ক চলার সময় বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় বাইরে একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। বেড়া টপকে তারা সেখানে ঢোকার চেষ্টা করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর ওপর পেট্রোল বোমা ও পাথর ছোড়ে তারা। এরপর তাদের ওপরও ছোড়া হয় পিপার স্প্রে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারে রয়েছে– এক বছরের জন্য দেশটিতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা, কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম গুটিয়ে নিতে প্রেসিডেন্ট মিলেইকে ক্ষমতা দেয়া, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাসহ কয়েক ডজন সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন