শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ , ৮ শাবান ১৪৪৬

বিদেশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

নিউজজি ডেস্ক ১১ জুন , ২০২৪, ১৮:৪৩:৫৪

101
  • ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এ ঘটনায় আটক করা হয়েছে অন্তত ২৫ জনকে। মঙ্গলবার (১১ জুন) এ তথ্য দিয়েছে এবিসি নিউজ।

সোমবার (১০ জুন) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে লস অ্যাঞ্জেলসের ক্যাম্পাসটিতে জড়ো হয় হাজারও ছাত্রছাত্রী। ফিলিস্তিনের পতাকা আর যুদ্ধ বন্ধের দাবিতে প্ল্যাকার্ড হাতে চলে মিছিল। স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় চত্বর। একটি ভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। আটক করা হয় বেশ কয়েকজনকে।

মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ইসরায়েলি অর্থায়ন বন্ধ ও গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে গত দুই মাস ধরেই আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। এরপর তা ছড়ায় লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আটলান্টার বিভিন্ন ক্যাম্পাসে। বিক্ষোভকারী বিভিন্ন শিক্ষার্থীদের গ্রেপ্তারও করা হয়েছে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন