বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ , ২০ শাবান ১৪৪৬

বিদেশ

গাজায় ১৮০০ কোটি ডলারের অবকাঠামো ক্ষতি

নিউজজি ডেস্ক ৩ এপ্রিল , ২০২৪, ১৭:৪০:১৮

154
  • গাজায় ১৮০০ কোটি ডলারের অবকাঠামো ক্ষতি

ঢাকা: গাজা উপত্যকায় প্রথম চারমাসে ইসরাইলি হামলায় সাড়ে ১৮শ কোটি মার্কিন ডলার সমমূল্যের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধ্বংসের মাত্রা নজিরবিহীন। ইসরাইলি হামলায় গাজার ৬২ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  যা প্রায় ১০ লাখ মানুষের বাসস্থানের সমান। এই ক্ষতির পরিমাণ ১৩শ ৩০ কোটি মার্কিন ডলার। 

এছাড়া ১৯ শতাংশ সরকারি অবকাঠামো এবং ৯ শতাংশ বাণিজ্যিক ও শিল্প ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি ও পয়নিষ্কাশনের ক্ষতির পরিমাণ ৮ কোটি ডলার। এতে সেখানকার স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। 

ইসরাইলি বর্বরতার শিকার থেকে রক্ষা পায়নি স্বাস্থ্য খাতও। জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদন বলছে, স্বাস্থ্য খাতে ৮৪ শতাংশ ধ্বংস হয়ে গেছে। যেগুলোতে স্বাস্থ্য সেবা চলছে সেগুলোর অবস্থাও নাজুক। 

এই ধরনের ক্ষতির চিত্র আরও ভয়াবহও হচ্ছে এবং ভবিষ্যতে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এজন্য গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন