শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

বিদেশ

রাখাইনে আবারও জান্তা বাহিনীর হামলা

নিউজজি ডেস্ক ৩ এপ্রিল , ২০২৪, ১৭:২৬:৪২

149
  • রাখাইনে আবারও জান্তা বাহিনীর হামলা

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যের মাইবোনের কান হতাং গি শহরে আবারও উড়োজাহাজ হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। জেট ফাইটার ব্যবহার করে এ হামলা চালায় তারা। এতে আগুনে পুড়ে গেছে ৪টি বাড়িসহ একটি প্রথমিক বিদ্যালয়। 

মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো বলছে, গত মাসে রাখাইন রাজ্যে ২১টি বিমান হামলা চালিয়েছে সামরিক সরকার। এসব হামলায় ৪৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছে। এদিকে, মিয়ানমারের কাচির রাজ্যের মোমাউক-লুয়েগেল অঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। 

কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তার সহযোগীদের সমন্বিত আক্রমণে সেনা বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছে। এ সময় ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল আত্মসমর্পণ করে বলেও দাবি করেছে বিদ্রোহীরা। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন