সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

বিদেশ

কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী জুডিথ

নিউজজি ডেস্ক ২ এপ্রিল , ২০২৪, ১৭:৩৭:৩৬

105
  • কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী জুডিথ

ঢাকা: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জুডিথ তুলুকা সুমিনওয়া। সোমবার (১ এপ্রিল) কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিকল্পনামন্ত্রী জুডিথের নাম ঘোষণা করেন। 

অর্থনীতিবিদ জুডিথ সুমিনওয়া বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ মিশেল সামা লুকোন্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। সোমবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সুমিনওয়া বলেন, আমি আমার এত বড় দায়িত্ব সম্পর্কে অবগত। দেশের শান্তি ও উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করব।

গত বছরের ডিসেম্বরে কঙ্গোর প্রেসিডেন্ট সিসেকেদি আনুষ্ঠানিকভাবে ৭৩.৪৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। দীর্ঘ সহিংসতা ও অস্থিতিশীলতায় বিধ্বস্ত দেশটিতে নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন শিসেকেদি। 

এর আগে ২০১৯ সালে কঙ্গোর মানুষের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন শিসেকেদি। তবে তিনি সে প্রতিশ্রুতিগুলো রাখতে ব্যর্থ হন। এবার তাঁর সরকার দেশের জনগণের উন্নয়নে কতটা সফল হবে, তা দেখার অপেক্ষা। সূত্র: আল জাজিরা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন