সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

বিদেশ

এবার টিকটকে অ্যাকাউন্ট খুললেন বাইডেন

নিউজজি ডেস্ক ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ১৬:৪৮:৫২

449
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ২৬ সেকেন্ডের একটি ভিডিও আপলোড দিয়ে এই প্ল্যাটফরমটিতে যাত্রা শুরু করেন তিনি। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চীনা এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমটি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। মার্কিন আইনপ্রণেতাদের একটি বড় অংশই এই প্ল্যাটফরমের সমালোচনা করে আসছেন। এমনকি বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির নেতারাও এই প্ল্যাটফরমের সমালোচনা করেছেন। তার পরও নির্বাচন সামনে রেখে জো বাইডেন টিকটকে অ্যাকাউন্ট খুললেন।

টিকটকে খোলা বাইডেনের অ্যাকাউন্টের নাম @বাইডেনএইচকিউ ক্যাম্পেইন। সেই অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে রাজনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স টিকটকের মালিক প্রতিষ্ঠান। মার্কিন আইনপ্রণেতাদের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এই প্ল্যাটফরমটিকে ব্যবহার করছে। তবে বাইটড্যান্স সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, টিকটক ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অন্য দুই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে অ্যাকাউন্ট আছে। ফেসবুকে তার অ্যাকাউন্টের নাম জো বাইডেন এবং এক্সে তার অ্যাকাউন্টের নাম প্রেসিডেন্ট বাইডেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন