মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বিদেশ

দলবল নিয়ে তৃণমূল নেত্রীকে বিবস্ত্র করে পিটুনি

নিউজজি ডেস্ক ১৯ সেপ্টেম্বর , ২০২৩, ১৯:৩৩:৩৩

67
  • দলবল নিয়ে তৃণমূল নেত্রীকে বিবস্ত্র করে পিটুনি

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে এক বিজেপি সদস্যের বিরুদ্ধে তৃণমূল নেত্রীকে বিবস্ত্র করে পিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্যের মালদহের মানিকচকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তৃণমূলের প্রাক্তন উপ-প্রধান। গুরুতর আহতাবস্থায় তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, দলবল নিয়ে বাড়িতে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে মারধর করেছে বিজেপির পঞ্চায়েত সদস্য ভাস্কর মণ্ডল।

ভুক্তভোগীর স্বামী বলেন, পঞ্চায়েত ভোটের সময় থেকেই তাদের হুমকি দেওয়া হত। বিজেপি পঞ্চায়েতে জয়ী হলে তাদের ঘরছাড়া করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।

তার অভিযোগ, গত রোববার তার স্ত্রী বাড়িতে একাই ছিলেন। এ সময় ভাস্কর মণ্ডল দলবল নিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়েন। তার স্ত্রীকে বিবস্ত্র করে পিটুনি দেওয়া হয়। এ সময় তৃণমূল নেত্রী নিজেকে রক্ষা করতে পালানোর চেষ্টা করেন। পরে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত বিজেপি সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। যদিও ঘটনাটি সাজানো বলে দাবি করেছে বিজেপি। মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, সব অভিযোগ মিথ্যা। উল্টো বিজেপির সদস্যদের ওপর নানা রকম হুমকি এবং চাপ আসছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন