শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

বিদেশ

যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে আরবি ভাষাভাষী বেড়েছে

নিউজজি ডেস্ক ২৬ মে , ২০২৩, ১২:২৬:২৫

56
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে আরবি ভাষাভাষী মানুষের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ১৯৮০ সালে দুই লাখ ১৫ হাজার মানুষ আরবিতে কথা বলত, ২০২১ সালে এসে তা ১৪ লাখে ঠেকেছে। খবর: আরব নিউজ।

পিউ’র সহ-গবেষক জেফ্রি প্যাসেল ও মোহামাদ মোসলিমানি বলেন, তাদের গবেষণা মতে, আরবি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসাবাড়িতে ব্যবহার হওয়া অ-ইংরেজি ভাষাগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের আরও যে ভাষা যেমন, তুর্কি, ফারসি ও হিব্রু ভাষা সে তুলনায় কম বেড়েছে।

জার্মানি ও ইতালিতে বিপুল সংখ্যক আরবি ভাষাভাষী থাকলেও যুক্তরাষ্ট্র এসব দেশের চেয়ে এগিয়ে রয়েছে। পিউ’র গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ঘরে আরবি বলা মানুষজনের দুই-তৃতীয়াংশ অভিবাসী। আর মার্কিন দেশে আরবি ভাষাভাষীদের ৫৩ শতাংশই পাঁচটি অঙ্গরাজ্যের বাসিন্দা, এদের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ১৭ শতাংশ, মিশিগানে ১৪ শতাংশ, টেক্সাসে ৮ শতাংশ, নিউইয়র্কে ৭ শতাংশ ও নিউজার্সিতে ৬ শতাংশ।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন