নিউজজি ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২২, ২০:৩০:৫৩
ছবি: ইন্টারনেট
ঢাকা: ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামীকাল (বুধবার) রাশিয়া সফরে যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি সেদেশে যাচ্ছেন। দুই দেশের মধ্যে আর্থ-রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মস্কোতে অবস্থানকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তিনি রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও কথা রয়েছে।
রাশিয়ার জাতীয় সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট রায়িসি রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন। এছাড়া রাশিয়া প্রবাসী ইরানি এবং রুশ ব্যবসায়ীদের সমাবেশে অংশ নেবেন ইব্রাহিম রায়িসি।
প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী, তেলমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ কয়েকজন পদস্থ কর্মকর্তা। রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
নিউজজি/এস দত্ত
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.