শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

বিদেশ

চীনে হাজার বছরের রেকর্ড বৃষ্টি, নিহত ২৫

নিউজজি ডেস্ক ২২ জুলাই , ২০২১, ০০:৪৮:২০

389
  • চীনে হাজার বছরের রেকর্ড বৃষ্টি, নিহত ২৫

ঢাকা: চীনে হাজার বছরের রেকর্ড বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। জানা গেছে, বৃষ্টির সময় একটি আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থা পানিতে ডুবে যাওয়ার অনেকের মৃত্যু হয়েছে।
 
বুধবার (২১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের হেনান প্রদেশে শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২০ জুলাই) রাত পর্যন্ত ৬১৭ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিতে প্রায় ১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছে অনেকে। বন্যার কারণে একটি বাঁধ ধসে পড়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিপাত হাজার বছরের মধ্যে সর্বোচ্চ। এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত ৬৪০ দশমিক আট মিলিমিটারের সমান।
 
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হেনান প্রদেশে বন্যায় ১২টির বেশি শহরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সাবওয়ে স্টেশন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট।
 
এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কিছু নদীর পানি পর্যবেক্ষণ সীমা অতিক্রম করেছে, কিছু বাঁধ ভেঙে গেছে, এতে বহু হতাহত ও সম্পদহানি হয়েছে। পাশাপাশি কিছু অঞ্চলে রেলসেবা বন্ধ হয়ে গেছে এবং ফ্লাইট বাতিল হয়েছে। বন্যা প্রতিরোধের চেষ্টা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পাতাল রেলের ভেতরে যাত্রীরা বুক সমান পানির মধ্যে দাঁড়িয়ে আছেন আর ভূগর্ভস্থ স্টেশনগুলো উথালপাথাল পুকুরে পরিণত হয়েছে।
 
বুধবার ঝাং ঝৌয়ের পরিবহন ব্যবস্থা অচল হয়ে ছিল, ব্যাপক জলবদ্ধতার মধ্যে স্কুল ও হাসপাতালগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন