শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

বিদেশ

ভিয়েনা সংলাপের প্রতি ন্যাটোর শীর্ষ নেতাদের সমর্থন ঘোষণা

নিউজজি ডেস্ক ১৫ জুন , ২০২১, ১০:৪২:৫২

249
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট- ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান ধারাবাহিক সংলাপের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে। অবশ্য আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই যে এ সংক্রান্ত অচলাবস্থা দেখা দিয়েছে সে বিষয়টি ন্যাটো এড়িয়ে গেছে।

ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ নেতাদের দু’দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনের বিবৃতিতে বলা হয়েছে, এই জোট ভিয়েনা সংলাপের প্রতি সমর্থন জানাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, “ইরান ও আমেরিকাকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি ফিরিয়ে আনার লক্ষ্যে ভিয়েনায় পাঁচজাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের এবং সেইসঙ্গে আমেরিকার সাথে আলাদা যে সংলাপ চলছে তার প্রতি সমর্থন ঘোষণা করছি।”

ব্রাসেলসে সোমবার ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং আজ তা শেষ হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করছেন, তিনি ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে চান। গত শনিবার থেকে এই সংলাপের ষষ্ঠ দফা আলোচনা ভিয়েনায় শুরু হয়েছে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন