বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

বিদেশ

এবার ৬০ হাজার মানুষ হজ করতে পারবেন

নিউজজি ডেস্ক ১২ জুন , ২০২১, ১৭:৫২:৪৯

275
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছরও সৌদির বাইরের কেউহজ পালন করতে পারবেন না। সৌদি আরব জানিয়েছে, গত বছরের মতো এবারও শুধুমাত্র সৌদিতে অবস্থানরত ৬০ হাজার ব্যক্তি হজ পালনের সুযোগ পাবেন। আজ শনিবার (১২ জুন) সৌদির হজ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়।

আরব নিউজের খবরে জানা যায়, আগামী জুলাই মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য হজে ১৮-৬৫ বছর বয়সীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীদের দূরারোগ্য ব্যাধী থেকে মুক্ত ও সুস্থ-সবল থাকতে হবে।

তাছাড়া সৌদির স্বাস্থ্য বিভাগের অনুমোদিত করোনা টিকাগুলোর মধ্য থেকে টিকা গ্রহণ করতে হবে। করোনা টিকার পুরো ডোজ বা প্রথম ডোজ অবশ্য নিতে হবে। কিংবা কমপক্ষে হজ অনুষ্ঠিত হওয়ার ১৪ দিন আগে নিতে হবে।

পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে।

সূত্র : আরব নিউজ ।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন