বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

হুমকির মুখে ইনস্টাগ্রাম, প্রযুক্তিবিদদের মতামত

নিউজজি প্রতিবেদক ৫ মার্চ , ২০২৫, ১৫:০৯:০৩

65
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বব্যাপি জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের কথা বিবেচনা করে বিভিন্ন নতুন ফিচার আনছে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতো কিছুর পরেও প্রযুক্তিবিদের এক অংশ ভাবছে জনপ্রিয়তা হারাতে পারে ইনস্টাগ্রাম। এর কারণ মূলত ‘ফ্ল্যাশেস’নামের একটি ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম।

পিসিম্যাকের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি অ্যাপলের অ্যাপ স্টোরে নতুন ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ফ্ল্যাশেস’ উন্মুক্ত হয়েছে, যা ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে কাজ করবে। ব্লুস্কাই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই অ্যাপটি গত সপ্তাহে আত্মপ্রকাশের পর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজারবার ডাউনলোড হয়েছে।

বার্লিনভিত্তিক ডেভেলপার সেবাস্তিয়ান ভোগেলসাং নির্মিত ফ্ল্যাশেস অ্যাপটি ব্লুস্কাইয়ের ‘এটি প্রোটোকল’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এই প্রযুক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বিকেন্দ্রীভূত করতে সহায়তা করে, যার ফলে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ডাটা ও অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও স্বাধীনতা ও নিয়ন্ত্রণ পান।

ব্লুস্কাইয়ের ৩ কোটি ২০ লাখের বেশি ব্যবহারকারী থাকায় ফ্ল্যাশেস সহজেই বড় সংখ্যক ব্যবহারকারী অর্জন করতে পারবে। ইনস্টাগ্রামের মতো ফটো ও ভিডিও শেয়ার করার সুবিধা থাকলেও, ফ্ল্যাশেস ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দিচ্ছে। এখানে ব্যবহারকারীরা ব্লুস্কাইয়ের ৫০ হাজারের বেশি কাস্টম ফিড থেকে নিজেদের পছন্দের কনটেন্ট দেখতে পারবেন।

ফ্ল্যাশেসে সর্বোচ্চ চারটি ছবি এবং এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যাবে। এতে ইনস্টাগ্রামের মতো বিল্ট-ইন ফিল্টার দিয়ে ছবি এডিট করার সুবিধা রয়েছে। পাশাপাশি, আলোকচিত্রীদের কাজ প্রদর্শনের জন্য ‘পোর্টফোলিও মোড’ যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের প্রোফাইলে তাদের সেরা কাজগুলো সাজিয়ে রাখার সুযোগ দেবে।

প্রতিদিনি বাড়ছে ফ্ল্যাশেস অ্যাপের ডাউনলোড সংখ্যা। বর্তমানে এটি শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীতে এটি সবার জন্য উন্মুক্ত করা হলে ইনস্টাগ্রামের সঙ্গে বেশ ভালো মতো টেক্কা দিবে ভাবছেন প্রযুক্তিবিদরা।

নিউজজি/ এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন