রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

এআই’তে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ অ্যামাজনের

নিউজজি ডেস্ক ২৭ নভেম্বর , ২০২৪, ১২:২০:৩৯

87
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে শীর্ষ প্রতিষ্ঠানগুলো এই খাতে বিশাল অংকের অর্থ বিনিয়োগ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নতুন করে ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এআই স্টার্টআপ অ্যানথ্রপিক এআই’তে।

উল্লেখ্য, অ্যানথ্রপিকে এর আগেও ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। এ নিয়ে প্রতিষ্ঠানটিতে তাদের বিনিয়োগ দাঁড়াবে ৮ বিলিয়ন ডলারে। এছাড়া সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলেরও ২ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে জনপ্রিয় এআই চ্যাটবট ক্লদ-এর এই নির্মাতা প্রতিষ্ঠানটিতে।

নতুন এই বিনিয়োগের মাধ্যমে অ্যামাজন উঠতি এই স্টার্টআপটিতে বিনিয়োগকারী হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে যাচ্ছে। বিনিয়োগের চুক্তি অনুযায়ী অ্যানথ্রপিক-এর প্রধান প্রশিক্ষণ অংশীদার (প্রাইমারি ট্রেইনিং পার্টনার) হতে যাচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস), যেটি অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট। 

ইতালীয় বংশোদ্ভূত দুই আমেরিকান ভাইবোন ড্যানিয়েলা আমোদেই ও দারিও আমোদেই ২০২১ সালে প্রতিষ্ঠা করেন অ্যানথ্রপিক। লাভজনক বা ফর-প্রফিট হলেও এটি একটি পাবলিক বেনিফিট প্রতিষ্ঠান। অর্থাৎ সমাজে ইতিবাচক প্রভাব রাখা প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, অ্যানথ্রপিক-এর দুই প্রতিষ্ঠাতাই এর আগে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’তে কর্মরত ছিলেন।

তথ্যসূত্র: ফরচুন

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন