বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের বাজারে ইনফিনিক্সের বাজেট গেমিং ফোন, দাম কত?

নিউজজি ডেস্ক ২ নভেম্বর , ২০২৪, ১২:৫৯:৫৩

139
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ইনফিনিক্সের হট ৫০ সিরিজের নতুন  স্মার্টফোন ‘ইনফিনিক্স হট ৫০ প্রো’ এবার বাংলাদেশী স্মার্টফোনপ্রেমীদের জন্যেও উন্মোচিত হলো। আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি আন্তর্জাতিক বাজারে এসেছে গত ২০ অক্টোবর। উন্নত প্রসেসর ও ডিসপ্লের সমন্বয়ে তৈরি হট ৫০ প্রো ফোনটিকে ‘গেমিং ফোন’ হিসেবে প্রচার করছে ইনফিনিক্স। পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বেশ কিছু ফিচার যুক্ত করেছে ইনফিনিক্স।

ইনফিনিক্স হট ৫০ প্রো স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক-এর হেলিও জি১০০ প্রসেসর। ৬ ন্যানোমিটারের এই চিপসেটটিতে রয়েছে অক্টাকোর সিপিইউ এবং মালি জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)। পাশাপাশি ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেও থাকছে এতে। এছাড়া ১৬ জিবি বর্ধিত মেমোরি (এক্সটেন্ডেড র‍্যাম) এবং ২৫৬ জিবি স্টোরেজ পাবেন ব্যবহারকারীরা।

ফলে উচ্চমানের গেমিং অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি ফোনটি মাল্টিটাস্কিং ও কনটেন্ট তৈরির জন্যেও বেশ উপযোগী। এছাড়া কোনো প্রকার ল্যাগ বা হ্যাং করা ছাড়াই ফোনটি নেভিগেট করতে পারবেন ব্যবহারকারীরা। স্টাইলিশ, স্লিম ডিজাইনের ফোন ভালোবাসেন এমন ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে ৭.৪ মিমি পুরু এই স্মার্টফোনটি।

বাংলাদেশে ইনফিনিক্স নিয়ে এল হট ৫০ সিরিজের বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০ প্রো।

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর একটি হচ্ছে ক্যামেরা। সেদিক থেকে ইনফিনিক্স হট ৫০ প্রো হতাশ করবে না ব্যবহারকারীদের। ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ইনফিনিক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার ব্যবহার করে সহজেই ফটো এডিট করা যাবে। কয়েকটি ট্যাপেই ছবি থেকে কোনো অবজেক্ট মুছে ফেলা (ডিলিট করা) যাবে।

ফোনটিতে ব্যবহারকারীরা আরও পাচ্ছেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এছাড়া আইপি ৫৪ রেটিং প্রাপ্ত এই ফোনটি ধুলোবালি ও বৃষ্টির পানির স্প্ল্যাশ থেকে থাকবে সুরক্ষিত। পাশাপাশি বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে ইনফিনিক্স হট ৫০ প্রো ফোনটি ৫ বছরের টিইউভি (TÜV) ফ্লুয়েন্সি রেটিং পেয়েছে। উল্লেখ্য, টেকসই ও বিশ্বস্ত স্মার্টফোনগুলোকেই এই রেটিং দেওয়া হয়।

ইনফিনিক্স হট ৫০ প্রো স্মার্টফোনটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে: টাইটানিয়াম গ্রে, গ্লেসিয়ার ব্লু এবং স্লিক ব্ল্যাক। ফোনটির বাজারমূল্য ১৮,৯৯৯ টাকা। আপাতত বাংলাদেশের বাজারে হট ৫০ সিরিজের প্রো মডেলটি পাওয়া যাচ্ছে। তবে ইনফিনিক্সের তরফ থেকে জানানো হয়েছে এই সিরিজের বেস মডেলটিও অচিরেই দেশের বাজারে আসতে যাচ্ছে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন