বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলকে জরিমানা করা অর্থ সারা পৃথিবীতেই নেই

নিউজজি ডেস্ক ১ নভেম্বর , ২০২৪, ১৩:১৬:১৭

89
  • সংগৃহীত

ঢাকা: প্রতিদিন নানা বিচিত্র বিষয় আমরা দেখে থাকি, শুনে থাকি। স্বাভাবিকভাবেই এমন সব বিষয়ে আমরা আশ্চর্য হই। কিন্তু কখনও কখনও এমন কিছু ঘটনা সামনে চলে আসে যা আমাদের আশ্চর্যবোধের মাত্রাকেও ছাড়িয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সাথে।

সম্প্রতি রাশিয়ার একটি আদালতে তাঁদের জরিমানা করা হয়েছে। কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় সেটা নয়। আপনি মাথা ঘুরে যেতে পারেন এটা শুনে যে গুগলকে যে পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে সে পরিমাণ অর্থ গুগলের কাছে তো দূরে থাক পুরো পৃথিবীতেই নেই। অর্থাৎ, সারা পৃথিবীর মজুদ অর্থ দিয়েও রাশিয়ার আদালতের ধার্য করা জরিমানা পরিশোধ করতে পারবে না গুগল!

ইউটিউবে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া চ্যানেলগুলোকে সীমাবদ্ধ (রেসট্রিক্ট) করে রাখার অভিযোগে গুগলকে দুটি আনডেসিলিয়ন রবেল (রাশিয়ার মুদ্রা) জরিমানা করেছে। এর অর্থ হচ্ছে ২ এর পরে ৩৬টি শূন্য! হ্যাঁ, রাশিয়ান মুদ্রায় সংখ্যাটা এতোই বড়।

কিন্তু মার্কিন ডলারে রুপান্তর করলেও সংখ্যাটা যে খুব ছোট দেখাবে এমন নয়। ডলারের হিসেবেও গুগলকে জরিমানা করা অর্থের সংখ্যাটা এরুপ: ২০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০

হ্যাঁ, মার্কিন ডলারের হিসেবেও এই পরিমাণ অর্থই জরিমানা দিতে বলা হয়েছে গুগলকে। বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠান গুগল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাশিয়ার আদালতে জরিমানা করা অর্থ গুগলের বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে বিশ্বের মোট জিডিপি’র পরিমাণ ১১০ ট্রিলিয়ন। গুগলের জরিমানার অঙ্কটা এমনকি এর চেয়েও বেশি!

তথ্যসূত্র: বিবিসি

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন