শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

তাঁকে চীনে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়েছে টিকটক

নিউজজি ডেস্ক ৩০ অক্টোবর , ২০২৪, ১৩:০৮:৩৭

85
  • সংগৃহীত

ঢাকা: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এখন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। সম্প্রতি হুরুন রিসার্চ ইন্সটিটিউট চীনের ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ নিয়ে প্রথম স্থানে আছেন ঝ্যাং। বাংলাদেশী মুদ্রায় তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৬ লক্ষ কোটি টাকা। উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান বাজেটের পরিমাণ ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা।

গত বছরের তুলনায় ঝ্যাং-এর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪৩ শতাংশ। মূলত বিশ্বজুড়ে টিকটকের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই তাঁর ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির প্রধান কারণ। উলেখ্য, হুরুন রিসার্চ ইন্সটিটিউটের তৈরি তালিকায় সেই সব ধনীরাই স্থান পেয়েছেন যাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ অন্তত ৫ বিলিয়ন ইউয়ান (৭০০ মিলিয়ন মার্কিন ডলার)।

 ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ অনুযায়ী চীনে বর্তমানে ৫ বিলিয়ন বা এর চেয়ে বেশি পরিমাণ সম্পদ আছে এমন ধনী ব্যক্তির সংখ্যা ১,০৯৪ জন, যেটা গত বছরের তুলনায় ১২ শতাংশ (১৪৭ জন) কম। তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।

২০১২ সালে বন্ধু লিয়াং রুবোকে সাথে নিয়ে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন ঝ্যাং ইমিং। এরপর ২০১৬ সালে বাইটড্যান্স থেকেই তৈরি ও প্রকাশ করা হয় শর্ট-ফর্ম ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম টিকটক। প্রতিষ্ঠার পর দ্রুতই জনপ্রিয় হয়ে উঠে টিকটক। এরপর বিভিন্ন সময় ‘রিলস’ এর মতো আকর্ষণীয় বিভিন্ন ফিচার যুক্ত করার কারণে টিকটকের জনপ্রিয়তা ক্রমেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বর্তমানে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি।

উল্লেখ্য, গত বছর ঝ্যাং ইমিং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ায়। বিভিন্ন সূত্রে পাপ্ত তথ্য অনুয়ায়ী, বাইটড্যান্সের ২০ শতাংশের মালিকানা এখন ঝ্যাং এর হাতে।

তথ্যসূত্র: বিবিসি

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন