শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

এবার আসছে বাজেট আইফোন, ফিচারসহ দাম জেনে নিন

নিউজজি ডেস্ক ২৯ অক্টোবর , ২০২৪, ১৩:০১:৩৪

83
  • সংগৃহীত

ঢাকা: গত মাসেই অ্যাপল বাজারে এনেছে আইফোন ১৬ সিরিজের ফোন। এবারে আনতে যাচ্ছে ‘বাজেট আইফোন’ খ্যাত আইফোন এসই-এর পরবর্তী জেনারেশন: আইফোন এসই ৪। ২০২২ সালে এসই ৩ উন্মোচিত হওয়ার পর নতুন কোনো আপগ্রেড দেখা যায়নি ‘আইফোন এসই’ পরিবারে। কিন্তু এবারে বহুল আকাঙ্ক্ষিত বাজেট আইফোনের পরবর্তী সংস্করণ অর্থাৎ চতুর্থ প্রজন্মের আইফোন এসই পেতে যাচ্ছেন আইফোনপ্রেমীরা। অ্যাপল সংশ্লিষ্ট বিশ্বস্ত বিভিন্ন সূত্রে এমনটাই জানা গেছে।

প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ফ্ল্যাগশিপ পণ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস বা লিক করার জন্য সুপরিচিত এক্স অ্যাকাউন্ট @জুকানলোসার্ভ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এই অ্যাকাউন্ট থেকেই আইফোন এসই ৪ স্মার্টফোনটির স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। এখন ফাঁস হওয়া তথ্যের কতটা সঠিক আর কতটা গুজব সেটা নির্ণয় করা বেশ দুরূহ একটি কাজ।

তবে তথ্যসূত্র জুকানলোসার্ভ হওয়ায় এবং ফাঁসকৃত তথ্যের সাথে বাজারে প্রচলিত এসই ৪ সম্পর্কিত তথ্যের যথেষ্ট মিল থাকায় বিশ্বাসের জায়গাটা আরেকটু দৃঢ় হয়েছে। কিন্তু এটাও মনে রাখতে হবে আনুষ্ঠানিকভাবে আইফোন এসই ৪ সম্পর্কে বিস্তারিত কোনো কিছুই অ্যাপলের তরফ থেকে এখনও জানানো হয়নি। যাই হোক জুকানলোসার্ভ-এর অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলো একবার দেখে নেওয়া যাক।

আইফোন এসই ৪ এর সম্ভাব্য ফিচারসমূহ

চতুর্থ প্রজন্মের আইফোন এসই আকারের দিক থেকে আইফোন ১২ এর মতো দেখতে হবে। ডিভাইসটিতে ৬ দশমিক ০৬ ইঞ্চির একটি নচড্‌ ওলেড ডিসপ্লে দেখা যেতে পারে যেখানে স্ক্রিন রেজোলিউশন পাওয়া যাবে ২৫৩২ x ১১৭০ পিক্সেল। সাথে থাকবে ফেস আইডি বা ফেস আইডেন্টিফিকেশন ফিচার।

চিপসেট বা প্রসেসর হিসেবে থাকবে এ১৮ চিপ যেটা আইফোন ১৬ ও ১৬ প্লাস ফোনে ব্যবহার করা হয়েছে। তৃতীয় প্রজন্মের আইফোন এসই-তে র‍্যাম ছিল ৪জিবি, তবে চতুর্থ প্রজন্মে আসতে আসতে সেটা ৮জিবি-তে উন্নীত হতে পারে, যাতে করে এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ভিত্তিক বিভিন্ন ফিচার সহজেই ডিভাইসটি থেকে অ্যাক্সেস করা যায়।

আইফোন এসই ৪ এর প্রারম্ভিক (বেজ) স্টোরেজ থাকবে ১২৮জিবি। ব্যাটারি সক্ষমতাও বৃদ্ধি পাবে আগের প্রজন্মের ব্যাটারির তুলনায়। তৃতীয় প্রজন্মের এসই ডিভাইসে ব্যাটারি ছিল ২,০১৮ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের, সেটা চতুর্থ প্রজন্মের এসই ফোনে ৩,২৭৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের হতে পারে বলে ফাঁস হওয়া স্পেসিফিকেশন থেকে জানা গেছে।

ফোনটির সামনে ও পেছনে একটি করে ক্যামেরা থাকবে। ব্যাক সাইডে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের দিকে ১২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকতে পারে। ডিভাইসটিতে আরও থাকতে পারে ইউএসবি-সি পোর্ট ও ওয়াই-ফাই ৬ এর সাপোর্ট। এছাড়া পানি ও ধুলাবালি প্রতিরোধক আইপি৬৮ রেটিংও থাকবে ফিচার হিসেবে।

কবে নাগাদ বাজারে আসতে পারে আইফোন এসই ৪?

জুকানলোসার্ভ-এর দেয়া তথ্য অনুযায়ী আইফোন এসই-এর চতুর্থ প্রজন্ম আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চে বাজারে আসতে পারে। উল্লেখ্য, এর আগের প্রজন্মের এসই ফোনটিও বাজারে আসে মার্চ মাসেই (২০২২ সালে)। 

এদিকে অ্যাপল পণ্য সংশ্লিষ্ট আরেক বিশ্বস্ত নাম হচ্ছে মিং-চি কুয়ো, যার বেশ সুখ্যাতি রয়েছে সাপ্লাই চেন অ্যানালিস্ট হিসেবে। সম্প্রতি তিনি একটি ব্লগ পোস্টে জানিয়েছেন যে, আইফোন এসই ৪ ফোনটির বড় ভলিউমে উৎপাদন শুরু হবে আগামী ডিসেম্বর থেকে। তিনি এটাও উল্লেখ করেছেন যে, ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি থেকে মার্চ) পর্যন্ত প্রায় ৮৬ লাখ ইউনিট এসই ৪ উৎপাদন করার কথা।

আইফোন এসই ৪ ফোনটির দাম কত হতে পারে?

যেহেতু এটি বাজেট আইফোন, স্বাভাবিকভাবেই দাম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  আইফোন এসই ৩ এর দাম ছিল ৪২৯ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৫১ হাজার টাকার কিছুটা বেশি)। তবে ফাঁস হওয়া তথ্য বলছে, চতুর্থ প্রজন্মের বাজেট আইফোনের দাম তৃতীয় প্রজন্মের চেয়ে ৫০ থেকে ১০০ ডলার বেশি হতে পারে। 

উল্লেখ্য, গত মাসে (সেপ্টেম্বরে) বাজারে আসা আইফোন ১৬ সিরিজের বেজ মডেলের দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে এবং ১৬ প্রো মডেলের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। স্বাভাবিকভাবেই অ্যাপল চাইবে আইফোন ১৬ এর তুলনায় দাম যতটা কম রাখা যায়। কেননা আইফোন এসই ফোনের মূল আকর্ষণই হচ্ছে সাধ্যের মধ্যে আইফোন ব্যবহারের সুযোগ দেওয়া। অনেক গ্রাহকই এসই ৪ ফোনের মাধ্যমে প্রথমবারের মতো আইফোন ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করবেন। অর্থাৎ, তলনামুলকভাবে স্বল্পমূল্যের এই ফোনটির কল্যাণে অ্যাপলের ইকোসিস্টেমে যুক্ত হতে পারে নতুন অনেক গ্রাহক।

তথ্যসূত্র: টমসগাইড, মিডিয়াম, এক্স, ম্যাক রিউমারস,

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন