রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

অপো নিয়ে আসছে এআই ফিচারের রেনো১২ সিরিজ স্মার্টফোন

নিউজজি ডেস্ক ১৫ জুলাই , ২০২৪, ১১:৪৭:১৭

171
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আগ্রহের পারদ যত বাড়ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এআই-ভিত্তিক নিত্যনতুন টুল ও ফিচার নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বাজারে  অপো নিয়ে এসেছে এমনই একটি স্মার্টফোন যাতে ব্যবহারকারীরা পাবেন এআই-এর ছোঁয়া। পাশাপাশি এতে যোগ করা হয়েছে উন্নতমানের ইমেজিং প্রযুক্তিও।

স্মার্টফোনটির এআই সুবিধা ব্যবহার করে আপনি সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি হয়তো কোথাও একটি গ্রুপ ছবি তুলেছেন, কিন্তু এর মধ্যে একজন পথচারীর ছবি উঠে গেলো। রেনো১২ সিরিজের ‘এআই ইরেজার’ ছবির অনাকাঙ্খিত অংশকে মাত্র কয়েকটি ক্লিকেই মুছে দিতে পারে। ফলে কোনো অনুষ্ঠানে বা ছুটিতে ভ্রমণকালীন সময়ে ছবি তোলার জন্য খুব ভালো একটি অপশন হতে পারে এই ফোনটি। বিশেষ করে সোশ্যাল মিডিয়া উপযোগী নিখুঁত, ‘ক্লাটার ফ্রি’ছবি তোলার জন্য এটি বেশ কার্যকর।

কোনো ছবিতে আপনার চোখ বন্ধ অবস্থায় থাকলে ফোনটির এআই ম্যাজিক স্টুডিও ফিচারের মাধ্যমে তা খুলে দেয়া যায় সহজেই। কোনো ছবিতে যদি আপনার একজন বন্ধু বা শিশুর ছবি যোগ করতে চান, তাহলে ফোনটির এআই ম্যাপিং ফিচারের মাধ্যমে সেটাও করা সম্ভব।

দুর্বল সিগন্যাল, নেটওয়ার্ক কনজেশন ও শব্দ আটকে যাওয়ার সমস্যাগুলো দূর করতে অপো’র তৈরি এআই লিঙ্কবুস্ট ফুল-লিঙ্ক নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন ইঞ্জিনটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন ও অন্যান্য প্রযুক্তিকে সমন্বয় করতে পারে। এর ফলে বাড়ি, অফিস, শপিং মল এবং অন্যান্য জায়গার ওয়াইফাই ডেড জোনে নির্বিঘ্নে ডেটা নেটওয়ার্ক সু্ইচ করা সম্ভব। এমনকি এলিভেটরেও আপনি পাবেন দ্রুত সিগন্যাল রিকভারির সুবিধা। কোথাও মোবাইলের সিগন্যাল না থাকলেও ফোনটির বিকনলিঙ্ক ফিচার আপনাকে ভয়েস কলের নিশ্চয়তা দেবে। 

রেনো১২ এফ-এ ৪৫ ওয়াট সুপারভুকসহ ৫০০০ এমএএইচ লার্জ ব্যাটারি দীর্ঘ মেয়াদে ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে অপো। ব্যাটারির উচ্চ মানের নিরপত্তার কারণে ৪ বছর ধরে ব্যবহারকারীরা ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ফোনটি আনবক্স করার পর থেকে ৫০ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সাথে।

অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “ইন্ডাস্ট্রির সেরা অপো’র প্রযুক্তি ব্যবহারকারীদের সাথে ফোনের সম্পর্কে আমূল পরিবর্তন আনছে। স্মার্টফোন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এআই ডিভাইস - এই বিশ্বাস নিয়ে আমরা উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখেছি। অপো রেনো১২ সিরিজ নিয়ে আসার মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জীবনে এআইয়ের অসাধারণ সব সুবিধা প্রয়োগের সুযোগ দিয়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।”

বাংলাদেশের বাজারে অপো রেনো১২ সিরিজের ফোনগুলো হচ্ছে: রেনো১২ এফ (৮জিবি+২৫৬জিবি, দাম ৩৪,৯৯০ টাকা), রেনো১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি, দাম ৪২,৯৯০ টাকা), রেনো১২ (১২জিবি+৫১২জিবি, দাম ৫৯,৯৯০ টাকা)। আগ্রহী ও সম্ভাব্য ক্রেতারা অপো বাংলাদেশ-এর অফিশিয়াল ফেইসবুক পেজ ভিজিট করে অপো রেনো১২ এফ সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো১২ এফ (৮জিবি+২৫৬জিবি)  প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগের পাশাপাশি ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূল্যে। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। ৩০টি ব্যাঙ্কে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি সোয়াপের সাহায্যে তারা ৫০০০ টাকার ক্যাশ অফারের মাধ্যমে ফোন বদলের সুযোগ পাবেন।

 

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন