শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপল ইন্টেলিজেন্সে কী কী সুবিধা থাকছে?

নিউজজি ডেস্ক ১২ জুন , ২০২৪, ১৩:২৬:০০

136
  • ছবি-ইন্টারনেট

ঢাকা: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে শুরু হয়েছে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৪ (ডব্লিউডব্লিউডিসি ২০২৪)। বার্ষিক এই ডেভেলপার সম্মেলনে টেক জায়ান্টটি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অ্যাপল ইন্টেলিজেন্স আনার ঘোষণা দিয়েছে।  

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘অ্যাপল ইন্টেলিজেন্স আমাদের পণ্যগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ব্যবহারকারীরা আমাদের প্রযুক্তি পণ্য থেকে কী কী সুবিধা নিতে পারবেন সে বিষয়ে সহায়তা করবে অ্যাপল ইন্টেলিজেন্স। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপটের সঙ্গে জেনারেটিভ এআইকে একত্রিত করে কাজ করতে সহায়ক হবে। এমন এআই সুবিধা কেবল অ্যাপলেরই আছে। ব্যবহারকারীরা অ্যাপল ইন্টেলিজেন্স থেকে কী কী করতে পারে তা দেখার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।’

অ্যাপল ইন্টেলিজেন্সে থাকছে যেসব সুবিধা

অ্যাপলের আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস এবং ভিশনওএস অপারেটিং সিস্টেমের অধীনে বেশ কয়েকটি নতুন ফিচার একীভূত করা হবে। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ থেকে ব্যবহারকারীরা যেসব সুবিধা নিতে পারবেন, সে সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোটামুটি ধারণা দিয়েছে অ্যাপল।

ভাষা বুঝতে ও লিখতে সহায়তা

অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের লেখার দক্ষতা উন্নত করতে এবং আরও কার্যকরভাবে যোগাযোগের নতুন উপায় তৈরিতে সহায়তা করবে। এ জন্য সামারাইজেশন টুল থাকবে। এই টুল আর্টিকেল, ওয়েব পেজ, মিটিং নোট, টেক্সট মেসেজ, ইমেইল এবং নোটিফিকেশনের সংক্ষিপ্ত বিবরণ দেবে।

ছবি ও ভিডিও এডিট

অ্যাপল ইন্টেলিজেন্সের সহায়তায় ছবি ও ভিডিও এডিটে দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। নতুন এআই এডিটিং  টুল ব্যবহারকারীদের ছবির মান উন্নত করতে এবং জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে থাকা অবাঞ্ছিত বস্তু বাদ দিতে সহযোগিতা করবে।

সিরি আপডেট

ভয়েস অ্যাসিস্টেন্ট সিরি এবার উল্লেখযোগ্য আপডেট পেতে চলেছে। ব্যবহারকারীরা ইমেইল ডিলিট, ছবি এডিট এবং আর্টিকেল সংক্ষিপ্ত করার মতো কাজ খুব সহজে করতে পারবেন সিরির সহায়তায় কমান্ড দিয়ে। ভয়েস কিংবা টেক্সট দুইভাবেই কমান্ড করা যাবে।

কাস্টম ইমোজি

ইমোজি তৈরিতে নতুন মাত্রা দিতে যাচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স। এআইয়ের সহায়তায় ব্যবহারকারীর টাইপ করা বাক্যাংশ বা শব্দের ওপর ভিত্তি করে কাস্টম ইমোজি তৈরি করা যাবে।

কন্ট্রোল সেন্টার ও সেটিংস আপডেট

কন্ট্রোল সেন্টার ও সেটিংসের ইন্টারফেস আপডেট আনা হবে। অপারেটিং সিস্টেমের মধ্যে ব্যবহারকারীর নেভিগেশন এবং অ্যাক্সেস আরও উন্নত করা হবে।

চ্যাটজিপিটি

অপারেটিং সিস্টেমগুলোকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সাহায্যে আরও শক্তিশালী করা হবে। বিশেষ করে কোনো কিছু লেখার ক্ষেত্রে দারুণ কার্যকরী হবে চ্যাটজিপিটি। টেক্সট ও কন্টেন্ট জেনারেশনসহ অন্যান্য টুল বুস্ট করতেও ব্যবহার করা যেতে পারে চ্যাটজিপিটি। নতুন এআই ফিচারগুলো আইফোন, ম্যাকবুক, ল্যাপটপ ও ডেক্সটপেও পাওয়া যাবে।

গতকাল ১০ জুন ডব্লিউডব্লিউডিসি২৪ সম্মেলন শুরু হয়। অ্যাপলের জন্য কাজ করা আমন্ত্রিত ডেভেলপাররা সরাসরি অংশ নিয়েছেন এই সম্মেলনে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইনেও সরাসরি এ আয়োজন দেখা যাচ্ছে। পাশাপাশি অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে আয়োজনটি। আগামী ১৪ জুন পর্যন্ত চলবে অ্যাপলের ডেভেলপার সম্মেলন।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন