শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

তিন মাসে স্যামসাংয়ের মুনাফা বেড়েছে ৯০০ শতাংশ

নিউজজি প্রতিবেদক ৬ এপ্রিল , ২০২৪, ১২:৩৯:২৩

117
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গত কয়েক বছরে  প্রযুক্তির বাজারে স্যামসাংয়ের মুনাফা কমে গিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি সম্প্রতি জানিয়েছে, এই তিন মাসে তাদের লাভ হয়েছে গত বছরের এই সময়ের চেয়ে ৯০০ শতাংশ বেশি।

বিবিসি বলছে, করোনা পূর্ববর্তী সময়ে চিপের দাম কমে গিয়েছিল। তবে করোনা শেষ হওয়ার পর দাম বেড়ে যাওয়ায় বাজারে ভালো করেছে স্যামসাং। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি পণ্যের চাহিদা বেড়ে গেছে।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান। চলতি বছরের প্রথম তিন মাসের আয়ের হিসাব আগামী ৩০ এপ্রিল প্রকাশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এর আগে এক পূর্বাভাসে স্যামসাং বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের অপারেটিং মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ কোটি ডলারে, যা গত বছরের এই সময়ের চেয়ে ৯৩১% বেশি। বিশ্লেষকেরা যে ধারণা করেছিলেন, এই মুনাফা তার চেয়েও বেশি।

সেমিকন্ডাক্টর বিভাগ থেকেই মূলত স্যামসাংয়ের সবচেয়ে বেশি লাভ আসে। এ বছর চিপের চাহিদা বেশ বেড়েছে। এর অন্যতম কারণ এআই প্রযুক্তির উৎকর্ষতা। সম্প্রতি তাইওয়ানে ভূমিকম্প হওয়ায় সেখানকার চিপ মার্কেট কিছুটা স্থবির। এ কারণে স্যামসাংয়ের বিক্রি আরও বেড়ে যেতে পারে।

চিপমেকারদের ‘মাতৃভূমি’ বলা হয় তাইওয়ানকে, সেখানে ব্যবসা করে টিএসএমসির মতো প্রতিষ্ঠান। অ্যাপল ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের উৎপাদনে কোনো সংকট দেখা দেয়নি। 

এদিকে গ্যালাক্সি এস২৪ নামের স্মার্টফোন বিক্রি করে এই বাজারও আরও শক্তিশালী করতে যাচ্ছে স্যামসাং। গত জানুয়ারিতে উন্মোচন করা হয় এই ফোন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন