সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি

নিউজজি ডেস্ক ৬ এপ্রিল , ২০২৪, ১১:৫৯:১১

136
  • কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় বীমাকারী প্রতিষ্ঠান ‘মিউনিখ রে’ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বেড়ে চলা সাইবার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।প্রতিষ্ঠানটি বলছে গত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত সাইবার আক্রমণ বেড়ে গেছে। 'এআই' র‌্যানসামওয়্যারের মতো সাইবার আক্রমণেও সহায়তা করছে। শুধুমাত্র ২০২৩ সালে আগের তিন বছরের তুলনায় দ্বিগুনের বেশি সাইবার আক্রমণ পরিচালিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে।

ডেটা প্লাটফর্ম স্টাটিস্টার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সাইবার আক্রমণের ঝুকি মোকাবেলায় বিশ্বজুড়ে ৮.১৫ ট্রিলিয়ন ডলার খরচ হয়েছিলো। ২০২৮ সালের মধ্যে এই খরচ বেড়ে ১৩.৮ ট্রিলিয়ন হবে।এছাড়াও ‘মিউনিখ রে’ সতর্কতা প্রকাশ করে বলেছে ভাচুয়াল জগতের আক্রমণগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হবে। 

এর মধ্যে ই-মেইল এবং ফিশিং কলের মাধ্যমে প্রতারণা করতে পারে সাইবার অপরাধীরা।  জেনারেটিভ এআই নিয়ে কাজ করা ওপেনএআইয়ের গত সপ্তাহে একটি টুল প্রকাশ করে যা মানুষের কন্ঠস্বর নকল করতে পারে। এটি নিয়ে অনেক প্রযুক্তিবিদ উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের আশঙ্কা এর মাধ্যমে ভার্চুয়াল প্রতারণার হার বেড়ে যাবে। 

সাইবার বীমা গত দশকে সাইবার ঝুকি মোকাবেলায় একটি অপরিহার্য উপাদান হয়ে দাড়িয়েছে। ‘মিউনিখ রে’র তথ্যানুসারে, গত পাঁচ বছরে সাইবার বীমার বাজার তিনগুণ বড় হয়েছে। ২০২৭ সালের মধ্যে এটি ২৯ বিলিয়ন ডলারে উন্নিত হবে। 

‘মিউনিভ রে’র সাইবার বিশেষজ্ঞ জুগেন রেইনহার্ট বলেছেন, বেসরকারী বীমাখাত এখনও সাইবার যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত নয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন