বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ , ১৮ রমজান ১৪৪৫

বিজ্ঞান ও প্রযুক্তি

কীভাবে ফটোকপির মেশিন ব্যবহার করবেন?

নিউজজি ডেস্ক ২৮ জুন , ২০২২, ১৬:০৯:১৭

238
  • কীভাবে ফটোকপির মেশিন ব্যবহার করবেন?

ঢাকা: ফটোকপিয়ার মেশিন ব্যবহার করা খুবই সহজ একটি কাজ তারপরও অনেকে নতুন অবস্থায় এটি ব্যবহার করতে যেয়ে নানান সমস্যায় পরে থাকেন। এমন সমস্যায় পরার একটি প্রধান ও অন্যতম কারণ হলো নতুন অবস্থায় অনেকেই ফটোকপিয়ার মেশিন সম্পর্কে ঠিকভাবে জানেন না। তাই ফটোকিপিয়ার মেশিন সঠিকভাবে ব্যবহার শিখতে হলে প্রথমেই এটির সকল খুঁটি নাটি সম্পর্কে জেনে নিতে হবে।

সাধারণত দুই ধরনের ফটোকপিয়ার আমরা দেখতে পাই এনালগ ও ডিজিটাল। বর্তমান সময়ে এনালগটি কেউ আর ক্রয় করে না সবাই একটু বেশি খরচ হলেও ডিজিটাল ফটোকিপয়ারই ক্রয় করে থাকে। এই ধনের ফটোকপিয়ারের রয়েছে বিভিন্ন পার্ট যার মাধ্যমে কয়েকটি ধাপে ফটোকপি করে থাকে মেশিনটি।

এর প্রথমেই রয়েছে স্ক্যানার পার্ট যার কাজ অরজিনাল ডকুমেন্টটি স্ক্যান করে তার উপর থাকা সকল তথ্যের একটি সফট কপি তৈরি করা এবং তা মাদারবোর্ডের্ প্রেরণ করা। তারপর সেটি মাদারবোর্ড থেকে পাঠিয়ে দেয়া হয় প্রিন্টিং পাটের যেখানে মূলত সেই কপি করা তথ্যগুলো একই ভাবে একটি ব্লঙ্ক ডকুমেন্টে প্রিন্ট করা হয়। প্রিন্ট করার পর কালিগুলো খুব আলগা ও নরম থাকে যার ফলে সেগুলো স্থায়ী হয় না তাই এই কালিগুলোকে হিট ইউনিট থেকে হিট দিয়ে স্থায়ী করে দেয়া হয়। তারপর রয়েছে আউটপুট অংশ যেখানে মূলত কপি করা ডকুমেন্টের হার্ড কপি বের হয়।

এখন আসা যাক কীভাবে ফটোকপিয়ার ব্যবহার করবেন। শুরুতেই বলেছি এটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে মেশিনটিকে সুন্দরভাবে ইউজার ম্যানুয়াল দেখে সেট-আপ করে নিতে হবে। তারপর সেটিকে সুইচ টিপে অন করে নিতে হবে সুইচ টিপার পর প্রায় ১০-১৫ সেকেন্ড সময় লাগবে পুরো মেশিনটি কার্যকর হতে। এরপর এটির স্ক্যান অংশটি খুলে সেখানে যেই ডকুমেন্টটির কপি করতে চান তা বসিয়ে দিন। তারপর সেটির কত কপি করতে চান তা মেশিনের নিয়ন্ত্রণ এরিয়া থেকে ঠিক করে দিন। মূলত দুই ধরনের নিয়ন্ত্রণ অংশ দেখতে পাওয়া যায় একটি বোতাম টিপে অন্যটি টাচ স্ক্রিনের মাধ্যমে। কত কপি করতে চান তা ঠিক করা হয়ে গেলে ইন্টার প্রেস করলেই ফটোকপি কার্যক্রম শুরু হয়ে যাবে তার আগে অবশ্যই মেশিনের ড্রয়ারে যাতে ব্লাঙ্ক কাগজ বিদ্যমান থাকে সেটি নিশ্চিত হয়ে নিন। এরপর আউটপুট এরিয়াতেই নজর দিলেই দেখবেন আপনার অরজিনাল কপিটির একটি ফটোকপি বের হয়ে এসেছে।

ডিজিটাল ফটোকপিয়ার মেশিনের মধ্যে Toshiba E-Studio 2523A,  2523AD, 2829A, 2823AM  এবং  2323AM মডেলগুলি খুব সহজেই যে কেউ ব্যবহার করতে পারে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংঙ্কে-

https://www.bdstall.com/

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন