বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

বিজ্ঞান ও প্রযুক্তি

সাইক্লোট্রন সুবিধাদিসহ পেট-সিটি স্থাপন শীর্ষক প্রকল্পের উদ্বোধন

নিউজজি প্রতিবেদক ২৪ অক্টোবর , ২০২১, ১৮:৫১:৫৯

495
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এর ‘সাইক্লোট্রন সুবিধাদিসহ পেট-সিটি স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় সৃষ্ট চিকিৎসা ও গবেষণা সুবিধাদির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ নিনমাস অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন এবং ফলক উন্মোচন করেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, সাইক্লোট্রন বিজ্ঞানে একটি বিস্ময়কর আবিষ্কার যেখানে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে মানব চিকিৎসা এবং গবেষণার জন্য তেজস্ক্রিয় পদার্থ তৈরি করা হয়। সাইক্লোট্রন সুবিধাদিসহ পেট-সিটি, বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী একটি অধ্যায়। আর এটির মাধ্যমে ক্যান্সারসহ মানবদেহের অন্যান্য রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা সম্ভব। যা বাংলাদেশে ক্যানসার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই সাইক্লোট্রন স্থাপনের মাধ্যমে ক্যানসার চিকিৎসা বাংলাদেশের আপামর জনগণের সাধ্যের মধ্যে থাকবে এবং দেশের দরিদ্র জনগোষ্ঠী বিশেষভাবে উপকৃত হবে এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার আরো শক্তিশালী হবে। এই সাইক্লোট্রন মেশিন স্থাপনের ফলে ক্যানসার চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার হার হ্রাস পাবে।

স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এই সুবিধাদি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে অবস্থিত পরমাণু চিকিৎসা কেন্দ্রে স্থাপন করা হবে। বর্তমানে ১৫টি পরমাণু চিকিৎসা কেন্দ্র চালু রয়েছে। নির্মাণ করা হচ্ছে আরো ৮টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অশোক কুমার পাল, সদস্য (জীব বিজ্ঞান), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, অধ্যাপক ডা. শামীম মমতাজ ফেরদৌসী বেগম, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অভ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস), মন্ত্রণালয়াধীন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতাল থেকে আগত প্রায় ৩০০ জন অতিথি।

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন