মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন

ক্রীড়া ডেস্ক ২৫ সেপ্টেম্বর , ২০২৪, ১৮:২৮:১৯

291
  • ছবি: ইন্টারনেট

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন দেশের ক্রীড়া অঙ্গন ও সংবাদমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ অঘোর মণ্ডল। শেষ পর্যন্ত বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান এই জ্যেষ্ঠ সাংবাদিক। 

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন অঘোর মন্ডল। শুক্রবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে।  তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অঘোর মন্ডলের পরিবার থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের অভিজ্ঞ ও নামী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। এরপর কাজ করেছেন দৈনিক ভোরের কাগজে। এই পত্রিকাটির মাধ্যমে বর্তমান সময়ের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তাঁর হাত ধরেই।

এক সময় প্রিন্ট মিডিয়া ছেড়ে অঘোর মন্ডল যোগ দেন ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমে। কাজ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই, দীপ্ত টিভি ও এটিএন নিউজে। সর্বশেষ ছিলেন এটিএন নিউজের ডিজিটাল অ্যান্ড নিউ মিডিয়ার বার্তা সম্পাদকের দায়িত্বে। পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কলামও লিখতেন তিনি। কলামিস্ট হিসেবে লেখালেখি করেছেন ক্রিকেট থেকে শুরু করে রাজনীতিসহ আরও অনেক বিষয়েই। আজ সেই তিনিই পাড়ি দিলেন না ফেরার দেশে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন