মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

লেভার কাপে খেলবেন না নাদাল

ক্রীড়া ডেস্ক ১৩ সেপ্টেম্বর , ২০২৪, ২১:২০:১৫

278
  • ছবি: দ্য গার্ডিয়ান

দলের স্বার্থের কথা চিন্তা করে লেভার কাপ থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। পুরুষ এককে ২২বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর সুযোগ ছিল ইউরোপের হয়ে লেভার কাপে খেলার। কিন্তু টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে নিজের সিদ্ধান্ত জানালেন তিনি। 

শেষ নাদালকে প্যারিস অলিম্পিকে খেলতে দেখা গিয়েছিল। সেখানে দ্বিতীয় রাউন্ডে তিনি নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়েছিলেন।  এরপর ইউএস ওপেন ২০২৪ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এবার লেভার কাপ থেকে নাম প্রত্যাহার আবার তার অবসর গ্রহণের জল্পনাকে আরও বাড়িয়ে দিল

লেভার কাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ব্যাপারে নাদাল বলেছেন,  ‘হতাশার সঙ্গে জানাচ্ছি, আগামী সপ্তাহে বার্লিনে অনুষ্ঠেয় লেভার কাপে অংশ নিতে পারব না। এটা একটি দলীয় প্রতিযোগিতা এবং ইউরোপের দলকে সত্যিকার অর্থে সহায়তা করতে তাদের জন্য সেরাটা আমার করা দরকার এবং এখন অন্য খেলোয়াড়রা রয়েছে যারা এই দলকে জয় এনে দিতে সহায়তা করতে পারে।’

ইউরোপের ছয় জন ও অবশিষ্ট বিশ্ব থেকে ছয় জন খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে বার্ষিক দলীয় টুর্নামেন্ট লেভার কাপ। 

অস্ট্রেলিয়ান গ্রেট রড লেভারের নামে তিন দিনের এই টুর্নামেন্টের সপ্তম আসর শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন