শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ক্রীড়াঙ্গনে অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে মনোযোগ দিন

স্পোর্টস রিপোর্টার ২ সেপ্টেম্বর , ২০২৪, ২৩:৩৬:১৪

479
  • মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন যুবও ক্রীড়া উপদেষ্টা। ছবি-যুবও ক্রীড়া মন্ত্রনালয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত ৫ আগস্ট। ৮ আগস্ট গঠিত হয়েছে নোবেল জয়ী ড. ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তবর্তীকালীন যুবও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তিন সপ্তাহ আগে। এই তিন সপ্তাহ সময়টা অতি সামান্যই বটে।

তবে এই অল্প ক'দিনের মধ্যেই দেশের ক্রীড়াঙ্গনের একটা চিত্র জেনে গেছেন। দেশের ক্রীড়াঙ্গনের দুর্নীতি নিমুল এবং ক্রীড়া প্রশাসন সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে সার্চ কমিটি গঠন করেছেন।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে করেছেন মতবিনিময়। এই মতবিনিময় সভায় দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের মতামত শুনেছেন।

তাদের বক্তব্যে উঠে এসেছে ক্রিকেট, ফুটবলসহ দেশের বিভিন্ন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নানাবিধ সমস্যা, দুর্নীতি এবং সম্ভাবনার চিত্র। আলোচনায় প্রাধান্য পায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেনী পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি। এছাড়াও, ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়।

ক্রীড়াঙ্গনে দুর্নীতি-অনিময় নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করতে ক্রীড়া সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবও ক্রীড়া উপদেষ্টা-‘ক্রীড়াক্ষেত্রে অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বপূর্ণ। তাতে আমরা জানতে পারবো কোথায় কোথায় অনিয়ম-দুর্নীতি হচ্ছে। আপনারা এমন নিউজ করছেন, সামনে আরও করবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। শুধু একজন খেলোয়াড় কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কীভাবে হাঁটছেন সেদিকে বেশি নজর না দিয়ে অনিয়ম-দুর্নীতি কোথায় হচ্ছে সে জায়গায় আপনারা মনোযোগ দেবেন।’

দেশের সব ফেডারেশন রাজনীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সেই লক্ষ্যে যে সার্চ কমিটি করার কথা বলেছিলেন, সেটাও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় করে ফেলেছে। পাঁচ সদস্যের সেই কমিটিতে ক্রীড়া সাংবাদিকও আছেন। দুর্নীতির সিন্ডিকেট ভাঙতেই সার্চ কমিটিতে ক্রীড়া সাংবাদিক রাখা হয়েছে বলে আজ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ক্রীড়াঙ্গনে দুর্নীতি উৎপাটনে সিন্ডিকেট ভাঙতে চান তিনি-‘দুর্নীতি হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে, যেটা আমরা দেখেছি। প্রত্যেক জায়গায় যাদের দায়িত্ব দেওয়া হয়, তারা একটা সিন্ডিকেট করে ফেলে। তারপর নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে। সে জন্য সিন্ডিকেট যাতে না হতে পারে, তাই একটা ব্যবস্থা করতে হবে। আমরা তো প্রত্যেক জায়গায় ধরে ধরে ঠিক করতে পারব না। সে জন্য সিন্ডিকেট যাতে না হতে পারে, সেই ব্যবস্থা হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্রপ্রতিনিধি রেখেছি।’

এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ক্রীড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রেখেছেন শামীম চৌধুরী, কামরুজ্জামান হিরু, রায়হান মাহমুদ, আরিফুর রহমান বাবু, সাজিদ মুস্তাহিদ, রেজোয়ান উজ জামান রাজীব, আরাফাত জোবায়ের, সাইদুর রহমান শামীম, জাহেদ খোকন, কাজি শহীদ, উৎপল শুভ্র, অমিত হাসান, সঞ্জয় সাহা পিয়াল ও সুদীপ্ত আনন্দ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন