শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ভেঙে দেয়া হলো দেশের সব জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থা

স্পোর্টস রিপোর্টার ২১ আগস্ট , ২০২৪, ২২:৪৫:১১

457
  • ভেঙে দেয়া হলো দেশের সব জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে পরিবর্তনের দাবি উঠেছে বেশ জোরে-শোরে।

নির্বাচিত-এডহক প্রতিটি ক্রীড়া ফেডারেশন এবং জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দিয়ে পরীক্ষিত ক্রীড়া সংগঠকদের নিয়ে কমিটি গঠনের দাবিতে ক'দিন ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়ায় আন্দোলন করছে বৈষম্যের শিকার সংগঠকরা।

তাদের আন্দেলন তীব্র হয়েছে ক্রীড়া উন্নয়ন পরিষদ একাত্মতা প্রকাশ করায়। এই আন্দোলনের মুখে বিসিবির সভাপতি পদে পরিবর্তন এসেছে বুধবার।

একই দিনে দেশের সব বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিভাগীয় নারী ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা নারী ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা নারী ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়েছে যুবও ক্রীড়া মন্ত্রনালয়। 

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ূন কবীরের স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব সরকারি ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠু, সক্রিয় ও নির্বিঘ্ন রাখতে বিদ্যমান আইন অনুসারে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এসব ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করতে হবে স্থানীয় প্রেক্ষাপটে সম্মানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের সমন্বয়ে। সেগুলোর অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশক্রমে অনুরোধও করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)।

জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক। বিভাগীয় ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার বিভাগীয় কমিশনারের। তারাই দ্রুততম সময়ের মধ্যে উপজেলা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করবেন। 

তবে ভেঙ্গে দেয়া হয়নি আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে রাজণৈতিক পরিচয়ে গঠিত ক্রীড়া ফেডারেশনসমূহ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন