মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ক্রীড়াঙ্গনে সংস্কারের দাবিতে সোচ্চার ক্রীড়া উন্নয়ন পরিষদ

স্পোর্টস রিপোর্টার ১৪ আগস্ট , ২০২৪, ২৩:১৫:২৮

494
  • ক্রীড়া উন্নয়ন পরিষদের মানববন্ধন। ছবি-শামীম চৌধুরী

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে ক্রীড়াঙ্গনের সবক্ষেত্রে আওয়ামীকরণ হওয়ায় প্রকৃত ক্রীড়া সংগঠকরা হয়েছেন উপেক্ষিত। আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ক্রীড়াঙ্গনে সংস্কারের দাবিতে সোচ্চার এখন বঞ্চিত ক্রীড়া সংগঠকরা।

ক্রীড়াঙ্গনকে দলীয়করণমুক্ত করতে ফেডারেশন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সমূহে অন্তবর্তীকালীন কমিটি গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার এখন বিএনপিমনা ক্রীড়া সংগঠকরা।

ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে গত ক’দিন ধরে শুরু করেছে তারা একটার পর একটা কর্মসূচি। গত পরশু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে মানবন্ধন করে ক্রিকেট বোর্ডের পরিচালদের স্বেচ্ছায় পদত্যাগের দাবি তুলেছে তাঁরা। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন গত ১৫ বছরে ক্রীড়া ফেডারেশনের ‘বঞ্চিতরা’। 
মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবীর খোকন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রেখেছেন বক্তব্য।
আবদুস সালাম বলেছেন-‘আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করার কারণে প্রতিটি জায়গায় তারা ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে অনতিবিলম্বে তাদের চলে যেতে হবে। সরকারের কাছে বলব, এদের বিদায় করুন। এদের আর কোনোভাবে ক্ষমতায় রাখা যাবে না। আহ্বায়ক কমিটির মাধ্যমে পরবর্তীকালে নির্বাচন করতে হবে।’
বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক ক্রীড়াঙ্গনে দ্রুত সংস্কারের দাবি তুলে বলেছেন-‘গত ১৫ বছরে আওয়ামীপন্থীরা অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বাংলাদেশের সব কটি ক্রীড়া ফেডারেশনে এমনভাবে দলীয়করণ ও রাজনৈতিকীকরণ করেছে, এখনো সব জায়গাতেই আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। যারা স্বৈরাচারী কায়দায় রাজনৈতিকীকরণ করে মাঠের ক্রীড়া সংগঠকদের বঞ্চিত করেছে, তাদেরকে আর ফেডারেশনে দেখতে চাই না। আপনারা দুর্ণীতি করেছেন বলে পালিয়ে গেছেন।আপনাদের দুর্ণীতি প্রমান করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের বিচার করা হবে। আমরা ক্রীড়াঙ্গনেও সংস্কার চাই, জাতীয় ক্রীড়া পরিষদের সর্বোচ্চ সংস্কার চাই।’ 
অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার প্রতি তার আহ্বান-‘দ্রুততম সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে সংস্কার করতে আপনি সবার সাথে বসুন। কোন প্রক্রিয়ায় সংস্কার করা যায় তা দেখুন।’   
বিসিবি ও বাফুফের সংস্কারে উপায় বের করতে ক্রীড়া উপদেষ্টার সাথে বসতে চান আমিনুল-‘বাফুফেতে স্বৈরাচারী কায়দায় যাঁরা চেয়ার দখল করে আছেন, তাঁদের রেখে বাংলাদেশে ফুটবল উন্নয়ন হবে না।বিসিবিতে সীমাহীন দুর্ণীতি হয়েছে। আমরা চাই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসে আলোচনা করে আইসিসি এবং ফিফার নিয়ম রক্ষা করে একটা পথ বের করতে। এই দুই ফেডারেশনে যারা বর্তমানে দায়িত্বে আছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তারপর অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে আমরা নির্বাচনে যেতে চাই।’
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন