মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

স্বর্ণপদক জয়ী পাকিস্তানের নাদিম পেলেন ১০ কোটি রুপির সঙ্গে গাড়ী

স্পোর্টস ডেস্ক ১৩ আগস্ট , ২০২৪, ২১:৫৫:৫৬

388
  • দেশে ফিরে সম্বর্ধনায় সিক্ত নাদিম। ছবি-ইন্টারনেট

গত ৮ আগস্ট প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রো (বর্শা নিক্ষেপ)-তে ৯২.৯৭ মিটার দূরত্ব পার করে অলিম্পিক রেকর্ড করে স্বর্ণপদক জিতে হৈ চৈ ফেলে দিয়েছেন পাকিস্তানী অ্যাথলিট আরশাদ নাদিম।

এই ইভেন্টে ফেভারিট ভারতের নীতিশ চোপড়াকে হারিয়ে তার অপ্রত্যাশিত স্বর্ণজয়ে ৩২ বছর পর অলিম্পিকে ব্যক্তিগত কোনো ইভেন্টে সর্বোচ্চ সাফল্য পেয়েছে পাকিস্তানের অ্যাথলিট। সে কারণে দেশে ফিরে সম্বর্ধনা আর পুরস্কারের জোয়ারে ভাসছেন আরশাদ নাদিম। 

এমন সাফল্যে পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজ শরিফ মঙ্গলবার নাদিমের সঙ্গে তার বাড়িতে দেখা করে ১০ কোটি রুপি অর্থ পুরস্কার দিয়েছেন। সেই সঙ্গে একটি গাড়িও উপহার দিয়েছেন নাদিমকে।

সেই গাড়ির নম্বর প্লেটটা পিএকে ৯২.৯৭- অলিম্পিক রেকর্ডকে শ্রদ্ধা করে করা হয়েছে। আরশাদ নাদিমের হাতে অর্থ পুরস্কার এবং গাড়ীর চাবি বুঝিয়ে দিয়ে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী বলেছেন- ‘আরশাদকে যা দেয়া হয়েছে, তার প্রাপ্য সে।  কারণ সে জাতির জন্য অনেক আনন্দ ও গর্ব নিয়ে এসেছে।’ 

নাদিমের উপহারের তালিকায় রয়েছে একটি ষাঁড়ও। দেশে ফিরে নিজের গ্রাম খানেওয়ালে যান আরশাদ। সেখানে আরশাদকে বরণ করে তাঁর শ্বশুর   মোহাম্মদ নওয়াজ় তাঁকে একটি ষাঁড় উপহার দিয়েছেন। নওয়াজ় এই উপহার পেয়ে ভীষণ খুশি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন