শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

অলিম্পিক: ৩২ বছরের স্বর্ণ খরা কাটাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ৯ আগস্ট , ২০২৪, ১৮:৪১:০৮

187
  • ছবি: ইন্টারনেট

প্যারিস অলিম্পিকে অংশ নিতে কঠিন পথেই পাড়ি দিতে হয়েছে আরশাদ নাদিমের। যে কারণে এ অ্যাথলেট যেন আরও লড়াকু হয়ে ওঠেন। যার সুফল পেলেন তিনি। বর্শা নিক্ষেপে ভারতের গত টোকিও অলিম্পিকের চ্যাম্পিয়ন নিরাজ চোপড়াকে হারিয়ে, স্বর্ণ জিতলেন পাকিস্তানের আরশাদ। 

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ পাকিস্তানের কাটল ৩২ বছরের স্বর্ণ পদকের খরা। আরশাদের কল্যাণে অ্যাথলেটিকসে প্রথমবারের মতো স্বর্ণ পদকও পেল তারা।

দ্বিতীয় নিক্ষেপে ৯২.৯৭ মিটার দূরে বর্শা ছোড়েন আরশাদ। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্টের তালিকায় যেটি ষষ্ঠ নম্বরে জায়গা করে নিয়েছে। অলিম্পিকে এবারও সোনার পদক ধরে রাখার সম্ভাবনায় এগিয়ে ছিলেন চোপড়া। তবে ফাইনালে পুরোটা সময় ছিলেন অচেনা। প্রথম পাঁচ প্রচেষ্টায় ফাউল করার পর, শেষবার ৮৯.৪৫ মিটার ছুড়ে জেতেন রুপা। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৮.৫৪ মিটার ছুড়ে জেতেন ব্রোঞ্জ।

টোকিও অলিম্পিকে চোপড়া হয়েছিলেন চ্যাম্পিয়ন, আরশাদ হয়েছিলেন পঞ্চম। ২৭ বছর বয়সী আরশাদ সর্বশেষ কমনওয়েলথ গেমসেও জিতেছিলেন স্বর্ণ। অলিম্পিকে যেকোনো ইভেন্টে ১৯৯২ সালের পর প্রথম স্বর্ণ পদক জিতল পাকিস্তান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন