শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

এই প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক ৪ আগস্ট , ২০২৪, ২১:৫১:৫৩

301
  • স্বর্ণপদক জয়ের পর জোকোভিচ। ছবি-ইন্টারনেট

পুরুষদের টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে এভারেস্টের উচ্চতায় ওঠা নোভাক জোকোভিচের ছিল না অলিম্পিকে কোনো স্বর্ণপদক। অলিম্পিকে এর আগে  ৪ বার অংশ নিয়ে প্রতিবারই হতাশ হতে হয়েছে এই সার্বিয়ান লিজেন্ডারিকে।

অবশেষে অলিম্পিকে অধরা থাকা স্বর্ণপদক জিতেছেন জোকোভিচ। তিন সপ্তাহ আগে উইম্বলডন টেনিসের ফাইনালে আলকারেজের কাছে হারের বদলা নিয়েছেন জোকোভিচ। ৭-৬ (৭-৩), ৭-৬(৭-২) সেটে জিতে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জয়ের আনন্দে কেঁদেছেন জোকোভিচ। 

জোকোভিচকে ইতোপূর্বে তিনটি ওপেনে হারানোর অতীত আছে বলেই স্পেনের ২১ বছর বয়সী টেনিস খেলোয়াড় আলকারাজের সঙ্গে লড়াইটা জয়ে ওঠার আভাস ছিল।

এ বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনের শিরোপা জেতায় সবার চোখ ছিল এই স্প্যানিশের দিকেই। ক্যারিয়ারে প্রথমবারের মতো অলিম্পিকের ফাইনালে উঠে স্বর্ণপদক জয়ে চোখ ছিল তাঁর। তবে ৯৩ মিনিটের লড়াইয়ে দুটি সেটের ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকে।

সরাসরি ২-০ তে জিতে ৩৭ বছর বয়সে এসে জোকোভিচ জিতেছেন অলিম্পিক থেকে প্রথম স্বর্ণপদক।১৯৮৮ সালের পর সবচেয়ে বেশি বয়সে স্বর্ণপদক জয়ের রেকর্ডটাও গড়েছেন জোকোভিচ। জীবনে প্রথম অলিম্পিকে অংশ নিয়ে  রৌপ্য জয়ে থামতে হয়েছে আলকারাজকে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন